shono
Advertisement
IAF

আহমেদাবাদের পর ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা, জরুরি অবতরণ বায়ুসেনার কপ্টারের

কী কারণে জরুরি অবতরণ করল কপ্টারটি।
Published By: Subhodeep MullickPosted: 05:42 PM Jun 13, 2025Updated: 06:25 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। একদিন পর ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা। শুক্রবার পাঞ্জাবের পাঠানকোটে জরুরি অবতরণ করল বায়ুসেনার একটি হেলিকপ্টার। তবে চপাড়টির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বায়ুসেনার অ্যাপাচে হেলিকপ্টারটি পাঠানকোট বিমানঘাঁটি থেকে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির জেরে কিছুক্ষণ পরই কপ্টারটিকে একটি খালি মাঠে জরুরি অবতরণ করতে হয়। তবে ঘটনায় চপারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সুরক্ষিত রয়েছেন পাইলটও। কপ্টারটিকে দেখতে সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার কথা মাথায় রেখে বর্তমানে গোটা এলাকাটি ঘিরে রেখেছেন জওয়ানরা। তবে এ প্রসঙ্গে বায়ুসেনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের সাহারানপুরে জরুরি অবতরণ করে বায়ুসেনার একটি হেলিকপ্টার। তবে সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণে চপারটিকে জরুরি অবতরণ করতে হয় বলে জানা গিয়েছিল। অন্যদিকে, গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে বায়ুসেনার একটি আরও একটি কপ্টার। সুরক্ষিত ছিলেন দুই পাইলটই। সেখানেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবারই আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
  • একদিন পর ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা। শুক্রবার পাঞ্জাবের পাঠানকোটে জরুরি অবতরণ করল বায়ুসেনার একটি হেলিকপ্টার।
  • তবে চপাড়টির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Advertisement