shono
Advertisement

ঘোষিত আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি, নিয়মে একাধিক বদল

এই প্রথম কম্পার্টমেন্টাল পরীক্ষা চালু করছে বোর্ড। The post ঘোষিত আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি, নিয়মে একাধিক বদল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 PM Dec 03, 2018Updated: 09:27 PM Dec 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৯-এর আইসিএসই ও ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসসি পরীক্ষা। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দেওয়া হল। ২০১৯ থেকে যে সমস্ত পরীক্ষার্থী Council for the Indian School Certificate Examination (CISCE)-পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাবে। এই ব্যবস্থার ফলে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় কোনও পড়ুয়া একটি বিষয়ে ফেল করলেও, তার একটা বছর নষ্ট করতে হবে না। এতদিন পর্যন্ত দশম শ্রেণিতে ইংরেজি-সহ মোট পাঁচটি এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি-সহ মোট চারটি বিষয়ে পাস করতেই হত। আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণিতে যথাক্রমে ফোর্থ সাবজেক্ট এবং ফিফথ সাবজেক্টে ফেল করলেও বছর নষ্ট হবে না।

Advertisement

[আইসিএসই-আইএসসিতে শুরু হচ্ছে কম্পার্টমেন্টাল পদ্ধতি, সিদ্ধান্ত বোর্ডের]

পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রথমবার এমন কম্পার্টমেন্টাল পরীক্ষা ব্যবস্থা শুরু করতে চলেছে বোর্ড৷ ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আইসিএসই বোর্ড ও আইএসসি বোর্ডের পরীক্ষা হয়ে হচ্ছে এবছর । তবে, এই কম্পার্টমেন্টাল পরীক্ষা হবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে৷ যার ফলপ্রকাশ হবে আগস্ট মাসে৷ জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কোনও পরীক্ষার্থী ইংরেজি এবং আরও দুটি বিষয়ে পাশ করলে, চতুর্থ বিষয়টির কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবেন তিনি৷ একইভাবে, দশম শ্রেণির পরীক্ষায় কোনও পরীক্ষার্থী ইংরেজি এবং আরও তিনটি বিষয়ে পাশ করলে পঞ্চম বিষয়টির কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসা যাবে৷

[রাজ্যে শিক্ষক নিয়োগে কাটল জটিলতা, স্থগিতাদেশ প্রত্যাহার হাই কোর্টের]

কমার্টমেন্টাল নিয়মের পাশাপাশি মার্কশিটের ক্ষেত্রেও পরিবর্তন আনতে চলেছে বোর্ড৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা প্রত্যেক বিষয়ে তাঁদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন৷ এতদিন কেবল মাত্র নির্দিষ্ট গ্রুপের গড় নম্বর জানতে পারতেন তাঁরা৷ কিন্তু মার্কশিটের এই পদ্ধতিরও অবসান ঘটতে চলেছে আগামী বছর থেকে৷ অর্থাৎ, একজন পরীক্ষার্থীর প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে মার্কশিটে৷ বোর্ডের এই দুই সিদ্ধান্তে স্বভাবতই খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা৷ এই ব্যবস্থা আরও আগে শুরু করা উচিত ছিল বলে তাঁদের মত৷

The post ঘোষিত আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি, নিয়মে একাধিক বদল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement