shono
Advertisement

Breaking News

S Jaishankar

'কড়া জবাব দিতে দু'বার ভাববে না ভারত', পাক হামলার মাঝে 'বন্ধু'দের সঙ্গে কথা জয়শংকরের

হামলা শুরুর পরেই পাকিস্তানকে শান্ত হতে নির্দেশ দিয়েছিল আমেরিকা।
Published By: Anwesha AdhikaryPosted: 12:23 AM May 09, 2025Updated: 12:58 AM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের লাগাতার হামলার মধ্যেই আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট- সকলের সঙ্গেই কথা বলেছেন বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি হামলা চালায় তাহলে যোগ্য জবাব দেবে ভারত।

Advertisement

বৃহস্পতিবার রাতে ভারতের একাধিক এলাকাজুড়ে হামলা শুরু করে পাকিস্তান। ড্রোন-মিসাইল হামলা থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ, সমস্ত কিছুই করেছে পাক সেনা। তবে ভারতের কোনও ক্ষতি করা যায়নি। পাক মিসাইলগুলি নিষ্ক্রিয় করেছে ভারত। গুলি করে নামানো হয়েছে একাধিক ড্রোন। সূত্রের খবর, লাহোর এবং ইসলামাবাদে পালটা হামলা চালিয়েছে ভারত। তবে সরকারিভাবে সেনার তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।

এহেন উত্তপ্ত পরিস্থিতিতে 'বন্ধু' রাষ্ট্রগুলির সঙ্গে কথা বলেছেন জয়শংকর। মার্কিন বিদেশসচিবের সঙ্গে আলোচনার পর এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকতে চায় আমেরিকা। এটি যথেষ্ট প্রশংসনীয়। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক নিশানায় পরিমিতভাবে পদক্ষেপ করছে ভারত। যেকোনও হামলা হলে আমরা তার কঠোর জবাব দেব।' উল্লেখ্য, হামলা শুরুর পরেই পাকিস্তানকে শান্ত হতে নির্দেশ দিয়েছিল আমেরিকা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব। 

মার্কিন বিদেশ সচিবের পর ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গেও কথা বলেন জয়শংকর (S Jaishankar)। সেখানেও তিনি বলেন,'ভারত যথেষ্ট সংযত এবং পরিমিতভাবে পাক হামলার জবাব দিচ্ছে। তবে হামলার তীব্রতা যদি বাড়ে তাহলে কড়া জবাব দেবে ভারতও।' 'বন্ধু' ইটালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সঙ্গে কথা বলেছেন জয়শংকর। কড়া জবাব দিতে ভারত পিছপা হবে না, একাধিক রাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার রাতে ভারতের একাধিক এলাকাজুড়ে হামলা শুরু করে পাকিস্তান।
  • উত্তপ্ত পরিস্থিতিতে 'বন্ধু' রাষ্ট্রগুলির সঙ্গে কথা বলেছেন জয়শংকর।
  • মার্কিন বিদেশ সচিবের পর ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গেও কথা বলেন জয়শংকর।
Advertisement