সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালকেল্লায় স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দেশের পরিবহণ ব্যবস্থাকে আমুল বদলে দিতে ১০০ কোটি টাকারও বেশি খরচে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। দাবি করলেন, এই প্রকল্পের ফলে দেশের পরিকাঠামো ক্ষেত্র আমুল বদলে যাবে। যা আগামীদিনে বিপুল রোজগারের রাস্তা খুলে দেবে।
কী এই প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প? মোদি বলছেন, দেশের উন্নয়নে গতি আনতে পরিবহণ ব্যবস্থায় গতি আনা জরুরি। পরিবহণ ব্যবস্থার উন্নয়নের ফলে দেশের গতি বাড়বে শিল্প আসবে। অমৃতকালের এই দশকে গতির শক্তি নতুন ভারতের ভিত্তি তৈরি করবে। ১০০ লক্ষ কোটি টাকারও বেশি এই প্রকল্প মূলত রাস্তা, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী এদিনই ঘোষণা করেছেন, মার্চ মাস থেকে শুরু হওয়া ৭৫ তম স্বাধীনতা দিবস উপযাপনে আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণকে জুড়ে দেবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে নতুন বিমানবন্দরও। উড়ান যোজনা সব প্রান্তে পৌঁছে যাচ্ছে। মোদির সাফ দাবি, এই প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প লক্ষ লক্ষ যুবকের জন্য রোজগারের ব্যবস্থা করবে। আমাদের অর্থনীতিকে সুসংত রাস্তা দেব। ভবিষ্যতের রাস্তা থেকে যা যা বাধা আছে, সব সরিয়ে দেওয়া হবে। আগামী দিনে এই গতিই নতুন ভারতের পরিকাঠামো নির্মাণের শক্তি হয়ে দাঁড়াবে।
[আরও পড়ুন: Independence Day: লালকেল্লায় দাঁড়িয়ে Kashmir নিয়ে বড় ঘোষণা PM Modi’র]
প্রধানমন্ত্রীর বক্তব্য, গত সাতবছরে আমরা আগের তুলনায় অনেক বেশি এগিয়েছি। তবে, এখানেই শেষ নয়, আমাদের পূর্ণতার দিকে এগোতে হবে। একশো শতাংশ গ্রামে রাস্তা, সব মানুষের স্বাস্থ্য কার্ড, উজ্জ্বলার সংযোগ, সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকুক। একশো শতাংশ পরিকাঠামো উন্নয়ন করতে হবে।