shono
Advertisement
Attari-Wagah Border

পাকিস্তানে আপত্তি, আফগানিস্তানে নয়, বিশেষ বন্ধুর জন্য আটারি-ওয়াঘার রুদ্ধদ্বার খুলল ভারত

ভারত-পাক উত্তেজনার জেরে ধাক্কা খায় আফগানিস্তানের বাণিজ্য।
Published By: Amit Kumar DasPosted: 07:34 PM May 17, 2025Updated: 07:52 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে শত্রুতা, ফলে বিশ্বাসঘাতক প্রতিবেশীর জন্য বন্ধ বাণিজ্যের দরজা। তবে সড়কপথে বাণিজ্যের জন্য এই দরজাই ব্যবহার করে ভারতের বন্ধু আফগানিস্তান। ভারতের সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে কাবুল। গুরুতর এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আটারি-ওয়াঘা সীমান্তের আগল খুলল ভারত। তবে তা শুধুমাত্র বন্ধু আফগানিস্তানের জন্য। বিদেশমন্ত্রকের বিশেষ উদ্যোগে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢুকল আফগানিস্তানের ১৬০টি পণ্যবাহী ট্রাক।

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। নৃশংস এই জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ভারত। ২৪ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় আটারি-ওয়াঘা সীমান্তের দরজা। বাণিজ্য বন্ধ হয় দুই দেশের। এই ঘটনায় সমস্যা তৈরি করে আফগানিস্তানের জন্য। কারণ, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই সবচেয়ে বড় বাজার আফগানিস্তানের জন্য। প্রতিবছর এক বিলিয়ন ডলারের বাণিজ্য হয় ভারত ও আফগানিস্তানের মধ্যে। প্রচুর শুকনো ফল, আপেল-সহ অন্যান্য জিনিস ভারতে রপ্তানি করে আফগানরা। প্রতিদিন ৪০-৫০টি আফগান ট্রাক এই রুট দিয়ে ভারতে আসে। ভারত-পাক উত্তেজনার জেরে ধাক্কা খায় আফগানিস্তানের বাণিজ্য।

এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। দুই দেশের বাণিজ্যিক সমস্যার বিস্তারিত ব্যাখ্যা করে পরিস্থিতি সমাধানের আবেদন জানানো হয়। ভারতের তরফে ওয়াঘার দরজা খুলতে কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দেয় সরকার। তবে পাকিস্তানের তরফে সমস্যা তৈরি করা হয় আফগানিস্তানের জন্য। আফগান চাপে পাকিস্তান অনুমতি দেওয়ার পর শুক্রবার আফগানিস্তানের জন্য ওয়াঘা সীমান্ত খুলে দিল ভারত। যার ফলে শুক্রবার পণ্য বোঝাই ১৬০টি ট্রাক ওয়াঘা থেকে ভারতে প্রবেশ করে।

প্রসঙ্গত, ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র আফগানিস্তান। বন্ধুর বিপদে ২০২১ সালে ৫০ হাজার টন গম, ৩৫০ টন ওষুধ, ৪০ হাজার টন ম্যালাথিয়ন, ও ভূমিকম্পে ২৮ টন ত্রাণ পাঠিয়েছিল ভারত। এছাড়াও ২ হাজার আফগান পড়ুয়াকে অনলাইনে বৃত্তি দেয় কেন্দতিয় সরকার। এই দেশের বহু উন্নয়ন প্রকল্পে সহায়তা করে ভারত সরকার। তবে বন্ধু রাষ্ট্র হলেও দুই দেশ সীমান্ত ভাগ না করায় বাণিজ্যের জন্য বাণিজ্যিকভাবে যা সমস্যাদায়ক। আফগানিস্তানের ভৌগলিক অবস্থান দেখলে বোঝা যাবে কাবুলিওয়ালার দেশ থেকে ভারতে বাণিজ্য করতে গেলে পাকিস্তান অন্যতম মাধ্যম। তা সে সমুদ্রপথ হোক বা সড়কপথ। বরং সড়কপথই সহজতম বাণিজ্যপথ। আটারি ওয়াঘা সীমান্ত হয়ে সবচেয়ে কম সময়ে আসা যায় ভারতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের সঙ্গে শত্রুতা, ফলে বিশ্বাসঘাতক প্রতিবেশীর জন্য বন্ধ বাণিজ্যের দরজা।
  • বন্ধু আফগানিস্তানের জন্য আটারি ওয়াঘা সীমান্তের আগল খুলল ভারত।
  • ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢুকল আফগানিস্তানের ১৬০টি পণ্যবাহী ট্রাক।
Advertisement