সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মিনিটের ব্যবধানে পর পর ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। প্রতিবেশীর বিপদের খবর পেয়েই 'অপারেশন ব্রহ্মা'র ঘোষণা করেছিল ভারত সরকার। সেই মতো পাঠানো হয়েছিল ত্রাণ, চিকিৎসা সংক্রান্ত সাহায্য। গত শনিবার আরও সাহায্য পাঠাল কেন্দ্র। গত শনিবার 'অপারেশন ব্রহ্মা'র মাধ্যমে মায়ানমারে পাঠানো হল ৪৪২ মেট্রিক টন খাবার।
গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়ে মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩১০০ মানুষের। এই ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন অপারেশন ব্রহ্মা। এর মাধ্যমে প্রতিবেশী দেশে ত্রাণ, মানবিক সহায়তা, উদ্ধারকারী দলের পাশাপাশি পাঠানো হয় ১১৮ জন সদস্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দল। এর আগে ১৫ টন ত্রাণও পাঠিয়েছিল ভারত সরকার।
এরপর গত শনিবার নৌসেনার জাহাজ আইএনএস ঘড়িয়ালে করে মায়ানমারের থিলাওয়া বন্দরে পাঠানো হয়েছে ৪৪২ মেট্রিক টন খাদ্য সামগ্রী। ভারতীয় দূতাবাসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, কেন্দ্রের পাঠানো এই ত্রাণ সামগ্রী সে দেশের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ৪৪২ মেট্রিক টন সামগ্রীর মধ্যে রয়েছে ৪০৫ টন চাল, ৩০ মেট্রিক টন রান্নার তেল, ৫ মেট্রিক টন বিস্কুট ও ২ মেট্রিক টন নুডুলস।
শুধু তাই নয়, গত শুক্রবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার সঙ্গে মিলে ২০ মিলিয়ন ডলারের বেশি মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহ ও আরও চিকিৎসক দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।