shono
Advertisement
India-Pakistan

আঁধার নামতেই ফের হামলা শুরু পাকিস্তানের, ব্ল্যাকআউটের পাশাপাশি জম্মুতে বাজল সাইরেন

দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:45 PM May 09, 2025Updated: 10:34 PM May 09, 2025

সোমনাথ রায়, জম্মু: শুক্রবার সন্ধ্যা নামতেই ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্য বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের (Pakistan)। যার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হল জম্মুকে। বাজতে শুরু করেছে সাইরেন। ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তবর্তী একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাকিস্তানকে পালটা কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

Advertisement

একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জম্মুজুড়ে। বারামুলাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। অমৃতসরকেও অন্ধকার করে দেওয়া হয়েছে। এদিকে পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। সেখানেও ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন।

যুদ্ধের আবহে বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, সিমলা, জয়সলমের, পাঠানকোট, জম্মু, বিকানের, লেহ, পোরবন্দর-সহ  মোট ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  

অন্যদিকে, শুক্রবার বিকালেই সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রক। সেখানে বিদেশ সচিব বিক্রম মিসরি অভিযোগ করেন, বেছে ধর্মীয়স্থানগুলিতে আঘাত করে উসকানি দিচ্ছে পাকিস্তান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। মিসরি বলেন, “ইচ্ছাকৃতভাবে পাকিস্তান ধর্মীয়স্থানগুলিতে আঘাত করছে। দায়স্বীকার করার পরিবর্তে উলটে ভারতের দিকে আঙুল তুলছে। পাকিস্তান বলছে, ভারত (India) নাকি অমৃতসর-সহ দেশের একাধিক শহরগুলিতে আঘাত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সন্ধ্যা নামতেই ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্য বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের।
  • ব্ল্যাকআউট করে দেওয়া হল জম্মুকে। বাজতে শুরু করেছে সাইরেন।
  • যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement