shono
Advertisement

COVID-19: উদ্বেগ বাড়িয়ে দেশে একদিনে সংক্রমিত ২.৬৮ লক্ষ, ওমিক্রন আক্রান্ত ৬ হাজার পার

পজিটিভিটি রেট ১৬.৬৬ শতাংশ।
Posted: 09:47 AM Jan 15, 2022Updated: 09:57 AM Jan 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রনকে হালকা ভাবে নেওয়া যাবে না। সংক্রমণ রুখতে প্রয়োজন কোভিডবিধি মেনে চলা। সরকারের একাধিক নির্দেশিকা এবং তা বাস্তবায়ন সত্ত্বেও দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাফিয়ে বাড়তে থাকা অ্যাকটিভ কেস রীতিমতো ভয় ধরানোর মতো।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩জন। ফলে দেশে মোট আক্রান্তের পরিমাণ বেড়ে ৩ কোটি ৬৭ লক্ষের গণ্ডি টপকে গেল। এর মধ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৪১। সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি তামিলনাড়ু ও কর্ণাটক। সংক্রমণ রুখতে মেলা, উৎসব ইত্যাদি স্থগিত করার পথে হেঁটেছে একাধিক রাজ্য। তবে সংক্রমণ যেন কিছুতেই বাগে আনা যাচ্ছে না।

[আরও পড়ুন: গড়িয়াহাট জোড়া খুন: ডাকাতির উদ্দেশ্যেই খুন কর্পোরেট কর্তা সুবীর চাকি, চার্জশিটে জানাল পুলিশ]

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জন। অস্বস্তি বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন।

সংক্রমণের ভয়ে আবার বাড়ছে অযথা ওষুধ খাওয়ার প্রবণতা। যা হিতে বিপরীত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। তাই বারবার পরামর্শ দেওয়া হচ্ছে উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। সেই সঙ্গে অকারণ আতঙ্কিত হয়ে অতিরিক্ত ওষুধও খাওয়া উচিত নয়। টিকা ও তার বুস্টার ডোজই করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৫৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৫৮ লক্ষ টিকার ডোজ পেয়েছেন দেশবাসী। টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল যেমন ১৬ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ১০ মাস আগেই বিয়ে করেছিলেন রেলকর্মী, ট্রেন দুর্ঘটনা কাড়ল প্রাণ, পরিবারের পাশে অগ্নিমিত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement