shono
Advertisement

Breaking News

‘পাকিস্তানের মুখপাত্রের মতো আচরণ’, PoK নিয়ে মন্তব্যের জেরে ভারতের তোপ OIC প্রধানকে

পাক অধিকৃত কাশ্মীরের জন্য কাজ করছেন শাহবাজ শরিফ, দাবি OIC প্রধানের।
Posted: 03:54 PM Dec 13, 2022Updated: 05:15 PM Dec 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সেক্রেটারি জেনারেলের (OIC Chief) পাক সফর নিয়ে কড়া বার্তা দিল ভারত। সফরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) গিয়েছিলেন সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম তাহা। তিনি বলেন, এই এলাকার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এহেন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তানের মুখপাত্র হয়ে উঠেছেন সেক্রেটারি জেনারেল, এই কথাও বলেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র।

Advertisement

তিনদিনের জন্য পাকিস্তান সফরে গিয়েছিলেন তাহা। সেই সফরেই বিবৃতি দিয়ে ওআইসি আধিকারিক বলেন, “কাশ্মীর সমস্যার দ্রুত নিষ্পত্তি চেয়ে কূটনৈতিক ক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।” পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা যায় ওআইসি প্রধানের মুখে। তাঁর এহেন মন্তব্যের জেরেই ক্ষুব্ধ ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চল নিয়ে মন্তব্য করার এক্তিয়ার নেই ওআইসি প্রধানের।

[আরও পড়ুন: ‘লালন শেখের মৃত্যু কীভাবে? বিস্তারিত জানাক CBI’, দাবি মমতার]

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরিন্দম জানিয়েছেন, “পাক অধিকৃত কাশ্মীরে ওআইসি প্রধানের সফরের তীব্র নিন্দা করছে ভারত। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই ওআইসি প্রধানের। ইতিমধ্যেই ওআইসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ নানা বিষয় নিয়ে ভুল অবস্থান নিয়েছে এই সংস্থা। পাকিস্তানের মুখপাত্রের মতো আচরণ করছেন তাহা।”

ওআইসি প্রধানকে কড়া বার্তা দিয়ে ভারতের তরফে বলা হয়েছে, “কাশ্মীর-সহ ভারতের নানা প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয় পাকিস্তান। আশা করি সেই কাজের প্রতি নিজের সমর্থন প্রকাশ করবেন না ওআইসি প্রধান। তাছাড়াও ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওআইসির মন্তব্য করার বিষয়টি একেবারেই মেনে নেবে না ভারত।” গতকালই পাকিস্তান সফর শেষ করে ফিরে গিয়েছেন ওআইসি সেক্রেটারি জেনারেল। ভারতের তোপের মুখে অবশ্য পাকিস্তান বা ওআইসি- কারোওর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।.

[আরও পড়ুন: শিলংয়ে মমতার কর্মিসভার মঞ্চে সাকেত গোখলে, ‘নেতা হতে হলে সহ্য করতে হয়’, মন্তব্য নেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement