shono
Advertisement
Hydro Projects

এবার বিতস্তা ও চন্দ্রভাগার জলাধার সংস্কার! পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে দিল্লি

ইতিমধ্যে চন্দ্রভাগার পাকিস্তানমুখী জলপ্রবাহ বন্ধ করেছে ভারত!
Published By: Kishore GhoshPosted: 03:39 PM May 05, 2025Updated: 09:23 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে সমঝে দিতে ইতিমধ্যে চন্দ্রভাগা নদীর জল বন্ধ করেছে ভারত। নতুন খবর, জলধারণ ক্ষমতা বাড়াতে কাশ্মীরের দু’টি জলবিদ্যুৎ প্রকল্প তথা বাঁধের জলাধার সংস্কার করাচ্ছে কেন্দ্র। এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও কাজ শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। বলা বাহুল্য, এর ফলে পাকিস্তানে জলপ্রবাহ আরও কমবে। ক্ষতিগ্রস্ত হতে পারে সে দেশের চাষাবাদ।

Advertisement

পহেলগাঁও হামলার পর পালটা প্রত্যাঘাত হিসাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে জম্মু ও কাশ্মীরের একধিক বাঁধ সংস্কারে হাত লাগিয়েছে কেন্দ্র। চুক্তি অনুযায়ী, জলাধার নিয়ে পদক্ষেপ করতে হলে উভয় দেশের অনুমতি লাগত। যদিও বর্তমান পরিস্থিতিতে সেই বাঁধা নেই। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সিন্ধুর দুই উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তার উপর নির্মিত সালাল এবং বগলিহার বাঁধের জলাধার সংস্কারের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। চলে শনিবার পর্যন্ত। উপত্যকার আরও কয়েকটি বাঁধে সংস্কারের কাজ হবে বলেই জানা গিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুই নদীর উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করেছিল প্রশাসন। যেহেতু জলাধার পরিষ্কার করার সময় বাঁধের সমস্ত জল বার করে ফেলতে হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছিল। ভারতের এই পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের দিক থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে ইসলামাবাদ যে বিষয়টিকে ভালো ভাবে নেবে না তা বলা বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলার পর পালটা প্রত্যাঘাত হিসাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত।
  • ভারতের এই পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের দিক থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।
Advertisement