shono
Advertisement
Indian Army

৭১-এর রক্তে রাঙানো আমেরিকার হাত! ট্রাম্পকে অতীতের আয়না দেখাল ভারতীয় সেনা

Published By: Amit Kumar DasPosted: 12:56 PM Aug 05, 2025Updated: 01:35 PM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ তেল নিয়ে ভারত-মার্কিন কূটনৈতিক সংঘাতের মাঝেই এবার মাঠে নামল ভারতীয় সেনা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অতীত তুলে ধরে আমেরিকাকে আয়না দেখাল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। ৫ আগস্ট অর্থাৎ ঠিক আজকের দিনে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা। অতীতের সেই প্রতিবেদন এবার তুলে ধরা হল সোশাল মিডিয়ায়। কার্যত বুজিয়ে দেওয়া হল, ভারতের দিকে আঙুল তোলার আগে আমেরিকার নিজের হাত ৭১-এর রক্তে রাঙানো।

Advertisement

মঙ্গলবার ১৯৭১ সালের ৫ আগস্টের সংবাদপত্রের একটি অংশ বিশেষ এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে। যার শিরোনামে লেখা ১৯৫৪ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র পাকিস্তানকে দিয়েছে আমেরিকা। ওই রিপোর্টে চিনের সাহায্যের কোথাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে গণহত্যা চালাতে আমেরিকার পাশাপাশি চিনের তরফেও পাকিস্তানকে সাহায্য করা হয়েছিল। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী বিদ্যাচরণ শুক্লার তরফে রাজ্যসভায় দেওয়া বিবৃতির উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছিল এই প্রতিবেদন।

ভারত-মার্কিন কূটনৈতিক সংঘাতের মাঝে ভারতীয় সেনার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছেন, পর্দার আড়ালে থেকে রুশ-ইউক্রেন যুদ্ধে বকলমে মদত যোগাচ্ছে ভারত। রাশিয়ার থেকে তেল কিনে পুতিনের যুদ্ধের মেশিন চালু রেখেছে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ট্রাম্প লিখেছেন, 'ভারত শুধুমাত্র রাশিয়া থেকে তেল কিনছে না, সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদও রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’ অর্থাৎ ট্রাম্পের অভিযোগ, পর্দার আড়ালে থেকে রুশ-ইউক্রেন যুদ্ধে বকলমে মদত যোগাচ্ছে ভারত। নয়াদিল্লি অবশ্য স্পষ্ট জানিয়েছে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করে যাবে ভারত।

তবে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও আমেরিকার অতীত বলছে বাংলাদেশকে যখন পাকিস্তান নরক তৈরি করেছিল। খান সেনাদের তরফে চলছিল গণহত্যা ও মহিলাদের ধর্ষণ। সেই ভয়াবহতায় প্রত্যক্ষ মদত যোগাচ্ছিল আমেরিকা। পাকিস্তানের তরফে ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা করা হয়েছিল ৩০ লক্ষ বাঙালিকে। ৪ লক্ষের বেশি মহিলাকে ধর্ষণ করা হয় পাক সেনার তরফে। এই নারকীয়তার বিরোধিতা করা তো দূর বরং শান্তির ধ্বজাধারী আমেরিকা তারিয়ে তারিয়ে উপভোগ করছিল সেই ভয়াবহতা। অস্ত্রের যোগান দিচ্ছিল গণহত্যা ও ধর্ষণের জনক পাক সেনাকে। স্বার্থান্বেষী আমেরিকার সেই বীভৎস চেয়ারাটা এবার বিশ্বের সামনে তুলে ধরল ভারতীয় সেনা। রুশ তেল ইস্যুতে ভারতকে জ্ঞান দিতে আসা ডোনাল্ড ট্রাম্পের গালে পড়ল সপাট চড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুশ তেল নিয়ে ভারত-মার্কিন কূটনৈতিক সংঘাতের মাঝেই এবার মাঠে নামল ভারতীয় সেনা।
  • ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অতীত তুলে ধরে আমেরিকাকে আয়না দেখাল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড।
  • ৫ আগস্ট অর্থাৎ ঠিক আজকের দিনে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা।
Advertisement