shono
Advertisement
Indian Woman Killed in US

আমেরিকায় ভারতীয় তরুণী খুনে ধৃত 'প্রাক্তন প্রেমিক'! তামিলনাড়ু থেকে পাকড়াও করল ইন্টারপোল

ধৃতের নাম অর্জুন শর্মা।
Published By: Saurav NandiPosted: 07:08 PM Jan 05, 2026Updated: 08:27 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ভারতীয় তরুণী নিকিতা গোডিসালা খুনে (Indian Woman Killed in the US) অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সেই 'প্রাক্তন প্রেমিক'। ধৃতের নাম অর্জুন শর্মা। তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল।

Advertisement

নিকিতা খুনের তদন্তে নেমে অর্জুনের উপরেই সন্দেহ ছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাড়িতে হানা দেওয়ার পরেই মার্কিন পুলিশ জানতে পারে, যুবক আমেরিকা ছেড়ে পালিয়েছেন। ভারতে যাচ্ছেন তিনি। এর পরেই মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে যোগাযোগ করে। সেই মতো ভারতের তদন্তকারী সংস্থাগুলিও সজাগ হয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাতেই জানা যায়, অর্জুন তামিলনাড়ুতে রয়েছেন। পরে সেখান থেকেই গ্রেপ্তার হন যুবক। আমেরিকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পরিবারকে তারা সব রকম ভাবে সাহায্য করা হবে।

বছর ছাব্বিশের নিকিতা আমেরিকার মেরিল্যান্ডে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় ডেটা অ্যানালিস্টের কাজ করতেন তিনি। গত ২ জানুয়ারি অর্জুন পুলিশের দ্বারস্থ হয়ে জানান, নিকিতার খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্ষবরণের রাতে তাঁকে শেষবার দেখেছিলেন বলে পুলিশকে জানান অর্জুন। এর পরেই তদন্তে নেমে নিকিতার দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের আঘাতের একাধিক চিহ্ন ছিল। তা দেখে তদন্তকারীদের অনুমান, তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাচক্রে যে বাড়ি থেকে নিকিতার দেহ উদ্ধার হয়েছে, সেটি অর্জুনেরই। সেই বাড়িতে ভাড়া থাকতেন নিকিতা। এর পরেই অর্জুনের খোঁজ শুরু হয়। তখনই তদন্তকারীরা জানতে পারেন, অর্জুন আমেরিকা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকায় ভারতীয় তরুণী নিকিতা গোডিসালা খুনে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সেই 'প্রাক্তন প্রেমিক'।
  • ধৃতের নাম অর্জুন শর্মা।
  • তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল।
Advertisement