সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ভারতীয় তরুণী নিকিতা গোডিসালার খুনের ঘটনায় তামিলনাডু থেকে গ্রেপ্তার অভিযুক্ত 'প্রাক্তন প্রেমিক' অর্জুন শর্মা। এই ঘটনায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিকিতার বোনের অভিযোগ, আমেরিকা থেকে পালানোর আগে নিকিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ হাজার ৫০০ মার্কিন ডলার লেনদেন করেছেন। যদিও, ভারতীয় মুদ্রায় প্রায় ৩.১৬ লক্ষ টাকার এই লেনদের বিনা অনুমতিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আমেরিকায় ভারতীয় দূতাবাসে দায়ের করা অভিযোগে, বোন সরস্বতী বিস্তারিতভাবে জানিয়েছেন নিকিতাকে হত্যার আগের দিনগুলিতে অর্জুন কত টাকা নিয়েছিলেন। তিনি বলেন, ২৭ ডিসেম্বর নিকিতা এবং সরস্বতী দু'জনের কাছেই টাকা চেয়েছিলেন অর্জুন। এরপরে, সরস্বতীর কাছে নিকিতা আবেদন করেন অর্জুনকে প্রায় ৫ হাজার মার্কিন ডলার সাহায্য করার জন্য।
সরস্বতী বলেন, সরস্বতীর কাছে আগেই ধার করা ৪ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে ১ হাজার মার্কিন ডলার ফেরত না দিয়ে তিনি আরও একবার অতিরিক্ত ১ হাজার মার্কিন ডলার ধার চান। কিন্তু সরস্বতী তা দেননি। নিকিতা পরিবারের কাছে অর্জুনের মোট ৪ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ ৪.০৫ লক্ষ টাকা ধার রয়েছে। সরস্বতী জানিয়েছেন, "আমি তাকে ৪ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছিলাম। এর মধ্যে সে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ফেরত দিয়েছিল। ২ জানুয়ারী অর্জুন আমার সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত ১ হাজার মার্কিন ডলার চায়। আমি সেই টাকা দিতে চাইনি।"
নিকিতা খুনের তদন্তে নেমে অর্জুনের উপরেই সন্দেহ ছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাড়িতে হানা দেওয়ার পরেই মার্কিন পুলিশ জানতে পারে, যুবক আমেরিকা ছেড়ে পালিয়েছেন। ভারতে যাচ্ছেন তিনি। এর পরেই মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে যোগাযোগ করে। সেই মতো ভারতের তদন্তকারী সংস্থাগুলিও সজাগ হয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাতেই জানা যায়, অর্জুন তামিলনাড়ুতে রয়েছেন। পরে সেখান থেকেই গ্রেপ্তার হন যুবক। আমেরিকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পরিবারকে তারা সব রকম ভাবে সাহায্য করা হবে।
