সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ। গত চার বছরের নিরিখে এটাই সবচেয়ে ধীরগতির বৃদ্ধি। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের তরফে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
যে বিবৃতি পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ২০২৪-২৫ সালের রিয়েল জিডিপি ৬.৫ শতাংশ। অন্যদিকে নামমাত্র জিডিপি ৯.৮ শতাংশ। যদিও পূর্বাভাস ছিল তা ৯.৯ শতাংশ হবে। এদিকে সারা বছরের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ৭.৪ শতাংশ ছিল। যা বছরের বাকি ত্রৈমাসিক হিসেবের তুলনায় সবচেয়ে দ্রুতগামী।
গত বছরগুলির তুলনায় এবারের বৃদ্ধি কম থাকাটা বুঝিয়ে দিচ্ছে সামগ্রিক ভাবে অর্থনৈতিক কার্যকলাপই কার্যত ঝিমিয়ে পড়েছে। অথচ অতিমারী পরবর্তী বছরগুলিতে বেশ দ্রুতগতিতেই আর্থিক বৃদ্ধি লক্ষ করা গিয়েছিল। তবে এহেন পরিস্থিতিতেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতির মধ্যেই রয়ে গিয়েছে। কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘ জানিয়েছিল, ভারত চলতি বছরেও বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান অর্থনীতি হিসাবে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হবে। রাষ্ট্রসংঘের আশা ছিল, চলতি অর্থবছরে ভারতের বৃদ্ধির হার হবে ৬.৩ শতাংশ। তবে দেখা গেল সেটা দাঁড়িয়েছে ৬.৫ শতাংশে।
এদিকে শনিবার নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিভিআর সুব্রহ্মণ্যম দাবি করেছেন, ভারত জাপানকে টপকে ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। একইসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ভারত ৪ লক্ষ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে গিয়েছে। এই কৃতিত্বের সৌজন্যেই বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আইএমএফ-এর অনুমান, এপ্রিলের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্ট অনুসারে ভারতের জিডিপি ২০২৬ সালে ৬.২ শতাংশ এবং ২০২৭ সালে ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আশা করছে যে, ২০২৬ সালে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
