shono
Advertisement
IndiGo

ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তর ও পূর্ব ভারত, বিমান পরিষেবা নিয়ে বিশেষ সতর্কতা জারি ইন্ডিগোর

অনেকাংশে কমে গিয়েছে দৃশ্যমানতা।
Published By: Subhodeep MullickPosted: 12:42 PM Dec 17, 2025Updated: 02:49 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। অনেকাংশে কমে গিয়েছে দৃশ্যমানতা। এই পরিস্থিতিতে বিমান পরিষেবা নিয়ে বিশেষ সতর্কতা জারি করল ইন্ডিগো। তারা জানিয়েছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় বুধবার সকালে বাতিল হতে পারে অধিকাংশ বিমান। পরিবর্তন হতে পারে সময়সূচিতেও।

Advertisement

মঙ্গলবার রাতে উড়ান সংস্থাটি তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘সকালের দিকে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে দৃশ্যমানতা বিপজ্জনকভাবে হ্রাস পেতে পারে। এর প্রভাব পড়তে পারে বিমান চলাচলে। ভোরের দিকে ইন্ডিগোর বহু বিমান দেরিতে চলতে পারে। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার স্বার্থে বাতিল হতে পারে একাধিক উড়ান।’ আরও তথ্যের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে নজর রাখারও পরামর্শ দিয়েছে ইন্ডিগো।  

উল্লেখ্য, একদিকে শীতের কুয়াশা অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্যানুযায়ী, বুধবার সকালে ৭টায় দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩৭৭। মঙ্গলবার যা ছিল ৪৯৮। অর্থাৎ গতকালের থেকে আজকের পরিস্থিতি কিছুটা উন্নত। তবে সামগ্রিক ভাবে দিল্লির বাতাসে দূষণের প্রাবল্য কমেনি। বাড়ছে উদ্বেগ। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল হয়েছে অন্তত ১০টি বিমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ।
  • এই পরিস্থিতিতে বিমান পরিষেবা নিয়ে বিশেষ সতর্কতা জারি করল ইন্ডিগো।
Advertisement