সোমনাথ রায়, নয়াদিল্লি: কেউ পথকুকুর নিয়ে হাজির হয়েছেন সংসদে তো কেউ সংসদ চত্ত্বরে ই-সিগারেটে সুখ টান দিয়েছেন। এমনই একাধিক অভিযোগে সংসদ অধিবেশনের শেষদিনে ১০ বিরোধী সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল বিজেপি। শীতকালীন অধিবেশনের শেষদিন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে-র ১০ সাংসদের বিরুদ্ধে এই নোটিস এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
সূত্রের খবর, শুক্রবার বিরোধী সাংসদদের বিরুদ্ধে এই নোটিস পেশের পর তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। যে দশজনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন নিশিকান্ত, তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি। তিনি সংসদে পথকুকুর এনেছিলেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ সংসদে ই-সিগারেট সেবন করেছিলেন বলে অভিযোগ। পাশাপাশি আছেন আরও আট সাংসদ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ লোকসভায় যখন জি রাম জি বিলের জবাবি ভাষণ দিচ্ছিলেন কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তখন তাঁরা বেঞ্চে দাঁড়িয়ে পড়েছিলেন, কাগজ ছিঁড়ছিলেন। তালিকায় রয়েছেন হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, জ্যোতিমণি-সহ কংগ্রেস ও ডিএমকে-র আরও পাঁচজন।
শুক্রবার সংসদ চত্ত্বরে নিশিকান্ত বলেন, অধ্যক্ষের কাছে তিনি দাবি করেছেন, এই সাংসদদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করেন। হয় বাজেট অধিবেশনের শুরুতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, বা শীতকালীন অধিবেশন ও বাজেট অধিবেশনের মাঝে সংসদীয় কোনও কাজে যেন এই সাংসদদের অংশ নিতে না দেওয়া হয়।
লোকসভা সচিবালয়ের একটি সূত্রের খবর অনুযায়ী, অভিযোগ খতিয়ে দেখছেন অধ্যক্ষ। বিষয়টি পাঠানো হতে পারে স্বাধিকার রক্ষা কমিটির কাছে। তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।
