সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল (Indore Water Contamination) পান করে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনায় হুলস্থূল পড়ে গিয়েছে গোটা দেশে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ২০০-রও বেশি মানুষ। এই পরিস্থিতিতে আতঙ্কে চড়া দামে পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, ইন্দোরে পুরসভার জল খেয়ে মৃত্যুমিছিলের পর পুরসভার জলের উপর ভরসা হারিয়েছেন বাসিন্দারা। আতঙ্কে বোতলজাত জল কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। ফলে চড়া দামে জল কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন নিম্নবিত্তরা। মারাঠি মহল্লার বাসিন্দা সুনীতা বলেন, “পুরসভার নলবাহিত জল পান করতে আমরা ভয় পাচ্ছি। আমাদের প্রমাণ চাই যে ওই জল পরিষ্কার এবং পানের যোগ্য। বর্তমানে আমরা বোতলজাত জল কিনতে বাধ্য হচ্ছি। প্রতি জারের দাম ২০ থেকে ৩০ টাকা।” তাঁর দাবি, গত দু’তিন বছর ধরে দূষিত জল সরবরাহ হচ্ছে। একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও কেউ তা কানে তোলেনি।
উল্লেখ্য, ইন্দোরের ভগীরথপুরা এলাকায় নলবাহিত জল পান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন অসংখ্য মানুষ। মৃতদের মধ্যে রয়েছে একরত্তি শিশুও। জানা গিয়েছে, নলবাহিত জলে দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। জলের স্বাদও ছিল কটু। কিন্তু অভিযোগ জানিয়েও লাভ হয়নি। কিন্তু কী কারণে পানীয় জলে বিষক্রিয়া হল? পুর কমিশনার দিলীপ কুমার যাদব জানিয়েছেন, এলাকার মূল জল সরবরাহের পাইপলাইনে একটি লিকেজ শনাক্ত করা গিয়েছে। ক্ষতিগ্রস্ত সেই পাইপলাইনের কাছেই সম্প্রতি একটি শৌচাগার নির্মাণ করা হয়। সেখান থেকেই পানীয় জলে বিষক্রিয়া হয়েছে। বিজেপিশাসিত রাজ্যটির এই শহরের বাসিন্দাদের প্রশ্ন, কেন এত বেশি কর দেওয়ার পরও এই পরিস্থিতিতে পড়তে হল।
