shono
Advertisement

Breaking News

India Pakistan conflict

ভার‍ত-পাক সংঘাত LIVE: তুরস্কের ড্রোন দিয়ে হামলা পাকিস্তানের, প্রত্যাঘাতে সংযম দেখিয়েছে ভারত, জানাল বিদেশমন্ত্রক

Published By: Subhajit MandalPosted: 07:51 AM May 09, 2025Updated: 06:23 PM May 09, 2025

পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের। রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্তত ১৬ টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। অন্যদিকে কোয়েটায় হামলা বালোচ আর্মির। সব মিলিয়ে ভয়ংকর চাপে ইসলামাবাদ। দিল্লিতেও চলছে তোড়জোড়। ভারত-পাক সংঘাতের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।      

Advertisement

বিকাল ৫টা ৪০: ৭ মে ৪৮ ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। বন্ধ ছিল সমস্ত রকমের বিমান পরিষেবা। কিন্তু আজ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়  আকাশপথ খুলে দিয়েছে পাক সরকার। এই উত্তেজনামূলক পরিস্থিতিতেও আন্তর্জাতিক বিমান চলছে। এনিয়েই সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, "৭ ও ৮ মে পাকিস্তানের সেনা একাধিকবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, নিয়ন্ত্রণরেখায় ভারী অস্ত্র দিয়ে ব্যাপক গুলিবর্ষণ করেছে। ৩৬টি স্থানে অনুপ্রবেশ করার জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছিল। যা প্রতিহত করছে ভারত। এই পরিস্থিতিতে করাচি ও লাহোরের মাঝে আকাশপথ খোলা রেখেছে ইসলামাবাদ। যেখানে চলাচল করছে আন্তর্জাতিক বিমানও। ফলে আকাশপথে প্রত্যাঘাত করতে গেলে নিরীহ যাত্রীদের প্রাণনাশের সম্ভাবনা প্রবল। সে কথা মাথায় রেখে পাকিস্তানের লাগাতার উসকানির মাঝেও বৃহস্পতিবার রাতে সংযমের পরিচয় দিয়েছে ভারতীয় সেনা।    

বিকাল ৫টা ৩০: বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক শুরু বিদেশ মন্ত্রকের। রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বিদেশমন্ত্রক জানিয়েছে, তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু প্রত্যাঘাতে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারত। 

বিকাল ৫টা: রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে তাঁরা জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে। শুক্রবার চিঠি দিয়ে জানিয়ে দিল অমিত শাহের মন্ত্রক।

দুপুর ৪টে ৩০: যুদ্ধ পরিস্থিতিতে দেশে কত পরিমাণ সামগ্রী মজুত? খতিয়ে দেখতে আজ জরুরী বৈঠক করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান। 

দুপুর ৩টে ৫০: নিরাপত্তা আরও জোরদার করা হল রাজধানীর। দিল্লিজুড়ে লাগানো হচ্ছে সাইরেন। বিভিন্ন এলাকায় প্রতি ৮ কিলোমিটারের দূরত্বে বসানো হচ্ছে সাইরেন। চলছে পরীক্ষানিরিক্ষাও। এনিয়ে দিল্লির পূর্তমন্ত্রী পারভেশ বর্মা জানান, "দিল্লিতে সাইরেন লাগানোর কাজ শুরু হয়েছে। দিল্লির সমস্ত উঁচু ভবনে সাইরেন লাগানো হবে। এর পরিসর ৮ কিলোমিটার। আজ রাত থেকে দিল্লির উঁচু ভবনগুলিতে আরও ৪০-৫০টি সাইরেন লাগানো হবে। যেকোনও জরুরি পরিস্থিতিতে আমরা সাইরেন বাজাবো। বিভিন্ন কমান্ড সেন্টার থেকে চালাতে পারি।"              

দুপুর ৩টে ৪৮: আজ উরিতে সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সকলকে তিনি জিজ্ঞাসা করেন, "হাউ ইজ দ্য জোশ।"

দুপুর ৩টে ৪৫: সেনাপ্রধানের ক্ষমতাবৃদ্ধি। এবার দেশের টেরিটোরিয়াল আর্মিকেও নির্দেশ দিতে পারবেন সেনাপ্রধান অনিল চৌহান। অর্থাৎ এবার ভারতীয় সেনাকে সাহায্য় করবে টেরিটোরিয়াল আর্মি। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানাল কেন্দ্রীয় সরকার। 

দুপুর ৩টে ৩০: আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ আইপিএল, সরকারিভাবে জানাল বিসিসিআই। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে নতুন করে সূচি ঘোষণা হতে পারে। 

দুপুর ১টা ৪৫: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি রাজ্য বিধানসভার সব কর্মীর ছুটি বাতিল। সিদ্ধান্ত বিধানসভার সচিবালয়ের। 

দুপুর ১টা: একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা শাহর।  

দুপুর ১২টা: সাউথ ব্লকে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক। তিন সেনার প্রধানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়েছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। 

সকাল ১১টা ১৫: বৃহস্পতিবার রাতের ব্যর্থ পাক ড্রোন হামলার প্রমাণ! পাঞ্জাবের হোশিয়ারপুরে উদ্ধার পাক মিসাইলের ধ্বংসাবশেষ। রাজস্থানের জয়সলমেরেও উদ্ধার হয়েছে পাক ড্রোনের  ধ্বংসাবশেষ। 

সকাল ১১টা: যুদ্ধ জিগিরে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি গ্যাস বা পেট্রল কেনা নয়। দেশবাসীর কাছে আবেদন ইন্ডিয়ান ওয়েলের। সংস্থা জানাল, আগামী দিনে পরিষেবা স্বাভাবিক রাখার মতো রসদ তাদের হাতে রয়েছে। 

সকাল ১০টা ৪০: যুদ্ধ আবহে এবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হলো হাই অ্যালার্ট। সমস্ত ছুটি বাতিল। বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ আধিকারিক-সহ বিমানবন্দর কর্মীদের জরুরি নোটিশ দিয়ে কাজে ফেরার নির্দেশ। 

সকাল ১০টা: ভারতের হানায় ভিখারির দশা, আরও ঋণ চেয়ে আন্তর্জাতিক মহলে কাতর আর্তি পাকিস্তানের। সাহায্য চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট পাক সরকারের অর্থনৈতিক বিভাগের।  যদিও পরে পাক সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাক সরকারের অর্থনৈতিক বিভাগ এই ধরনের কোনও আর্জি জানায়নি। তাদের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে। 

 

সকাল ৯টা ৩০: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে ধাক্কা।  ৫০০ পয়েন্ট নামল সেনসেক্স। নিফটিও নামল ২৪ হাজার পয়েন্টের নিচে। 

সকাল ৯টা ২০: ফের পাকিস্তানের এয়ার স্ট্রাইকের আশঙ্কা। চণ্ডীগড়ে ফের শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ।  দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারের। 

সকাল ৯টা: সাউথ ব্লকে শুরু জরুরি বৈঠক। উপস্থিত তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। 

সকাল ৮টা ৩০: পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। ড্রোন হামলার পাক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে ওই ভিডিও-তে। যদিও ঠিক কোন জায়গার ভিডিও সেটা জানানো হয়নি।

 

সকাল ৮টা ১০: জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। 

সকাল ৮টা: নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের।

 

সকাল ৭টা ৩০: অমৃতসরে ফের এয়ার স্ট্রাইক অ্যালার্ট, লাগাতার বাজছে সাইরেন, সক্রিয় সেনা ও প্রশাসন। তুলনায় শান্ত জম্মু ও শ্রীনগর।

সকাল ৭টা ২০:মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তে একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে। এদিকে নিয়ন্ত্রণরেখায় বেড়েছে পাক শেলিং। যোগ্য জবাব দিয়েছে ভারতও। জানাল ভারতীয় সেনা।

সকাল ৭টা ১০: কিছুক্ষণ পরই ৩ সেনার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। থাকবেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও। 

সকাল ৭টা: রাতভর নাকানিচোবানি খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। ভোরবেলায় ফের নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার। কুপওয়ারা, নৌসেরা, সুন্দেরবানি, উরি এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। যোগ্য জবাব ভারতীয় সেনার। এখনও কোনও হতাহতের খবর মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের।
  • রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান।
  • দিল্লিতেও চলছে তোড়জোড়।
Advertisement