shono
Advertisement
ICSE

বুধবারই প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসির ফলাফল, কীভাবে দেখবেন?

সকাল এগারোটায় ফল ঘোষণার পরই তা দেখা যাবে সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইটে।
Published By: Biswadip DeyPosted: 09:14 PM Apr 29, 2025Updated: 09:14 PM Apr 29, 2025

ধীমান রক্ষিত: চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বুধবার। দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন তথা সিআইএসসিই এদিন ফলাফলের দিন ঘোষণা করেছে। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে ৩০ এপ্রিল সকাল এগারোটায় প্রকাশিত হবে ফল। তারপর থেকেই পরীক্ষার্থীরা সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-তে ফলাফল দেখতে পারবে।

Advertisement

পরীক্ষার্থীরা cisce.org থেকে ফলাফল ডাউনলোডও করে নিতে পারবে। তবে সেজন্য ইউআইডি ও ইনডেক্স নম্বর লাগবে। জানা গিয়েছে, আইএসসির ফলাফল প্রকাশিত হবে মার্ক শিটের আকারে। সেখানে পরীক্ষার্থীর নাম, স্কুলের নাম, রোল নম্বর, বিষয় ও মার্কস সবই দেওয়া থাকবে। থাকবে চূড়ান্ত স্টেটাসও। পরীক্ষার্থীরা সব খতিয়ে দেখে নেবে। কোনও সমস্যা হলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসই’র দশম শ্রেণির পরীক্ষা। চলে ২৭ মার্চ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। গত বছরের আইসিএসই শেষ হয়েছিল ২৮ মার্চ। ফলাফল প্রকাশিত হয় ৬ মে। পাশ করেছিল ৯৯.৪৭ শতাংশ পড়ুয়া। ২০২৩ সালে ফলাফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই হিসেবে এবার সেই সময়ের বেশ কিছুটা আগেই হবে ফলপ্রকাশ। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় গতবার সফল পরীক্ষার্থীর শতকরা হার ছিল ৯৯.৪৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের ক্ষেত্রে তা ছিল ৯৯.৬৫ শতাংশ। ছাত্রদের ৯৯.৩১ শতাংশ। ২০২৩ সালে ছাত্রীরা সফল হয়েছিল ৯৯.২১ শতাংশ এবং ছাত্রদের ক্ষেত্রে তা ছিল ৯৮.৭১ শতাংশ। সব মিলিয়ে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বুধবার।
  • দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন তথা সিআইএসসিই এদিন ফলাফলের দিন ঘোষণা করেছে।
  • যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে ৩০ এপ্রিল সকাল এগারোটায় প্রকাশিত হবে ফল।
Advertisement