shono
Advertisement
Jyotiraditya Scindia

ঝাঁকে ঝাঁকে উড়ে এল খুদে শত্রুরদল! অনুষ্ঠান ফেলে চম্পট কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্যর

কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা পেলেও আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
Published By: Amit Kumar DasPosted: 02:00 PM Dec 01, 2024Updated: 02:19 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে বড় বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মন্ত্রীর উপস্থিতির জেরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ওই অনুষ্ঠানে। প্রচুর সংখ্যায় নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি মাছি গলারও সুযোগ যাতে না পায় তার জন্য উড়ছিল একাধিক ড্রোন। যদিও মাছি গললো। নিরাপত্তার বজ্র আঁটুনি তছনছ হয়ে গেল মুহূর্তে। কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চে উঠতেই তাঁকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ধেয়ে এল খুদে আক্রমণকারীর দল। গা বাঁচিয়ে কোনওমতে চম্পট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে শত্রুপক্ষের হামলায় আহত হলেন, জ্যোতিরাদিত্যর বহু সমর্থক ও পুলিশকর্মীরা।

Advertisement

বিষয়টা খোলসা করা যাক। গত শনিবার মধ্যপ্রদেশের শিবপুরির মাধব ন্যাশনাল পার্কে এক ড্রেজিং মেশিনের উদ্বোধন করতে গিয়েছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে জনতা। খোলা মঞ্চের আশপাশ এলাকায় টহল দিতে শুরু করে ড্রোন। এই শোরগোলেই বাধে বিপত্তি। হঠাৎ দেখা যায় মঞ্চের দিকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল। পরিস্থিতি বেগতিক বুঝে জ্যোতিরাদিত্যকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। আক্রমণ ঠেকাতে অসংখ্য তোয়ালেতে মন্ত্রীকে কার্যত মুড়ে ফেলে তাঁকে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। তবে তাঁকে রক্ষা করতে গিয়ে মৌমাছি দলের রোষানলে পড়েন তাঁর নিরাপত্তারক্ষীরা। মৌমাছির হুলে রীতিমতো আহত হন তাঁরা। যদিও জ্যোতিরাদিত্য সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের শুভারম্ভ উপলক্ষে প্রদীপ ও ধুনি জ্বালানো হয়। পাশাপাশি অসংখ্য ড্রোন উড়ছিল চারপাশে। মনে করা হচ্ছে, খোলা ওই মঞ্চের পাশেই কোথাও ছিল মৌচাক। ধোঁয়া ও ড্রোনের ওড়াউড়ির জেরে ক্ষুব্ধ হয় মৌমাছির এর পর সামনে মানুষের ভিড় দেখে সেখানে হামলা চালায় তারা। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যপ্রদেশে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে বড় বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
  • নিরাপত্তার বজ্র আঁটুনি তছনছ হয়ে গেল মুহূর্তে।
  • কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চে উঠতেই তাঁকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ধেয়ে এল খুদে আক্রমণকারীর দল।
Advertisement