shono
Advertisement
Karnataka

পরপর ৫ বোতল মদ্যপান, দশ হাজার টাকার বাজি জিততে প্রাণ গেল যুবকের!

মাত্র আটদিন আগে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:34 PM May 01, 2025Updated: 03:12 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে মদ্যপানের 'প্রতিযোগিতা'! দশ হাজার টাকার ‘বাজি’ ধরে ২১ বছর বয়সেই মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক। তিনি কর্নাটকের বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে, ভেঙ্কট রেড্ডি, সুভ্রমণি-সহ আরও তিনজনের সঙ্গে মদের আসরে বসে কার্তিক। সেখানে হঠাৎই বন্ধুদের মধ্যে কে বেশি মদ খেতে পারবে, তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এরপরই কার্তিক দাবি করেন, এই ‘বাজি’ তিনিই জিতবেন। তাছাড়া যে জিতবে তাঁকে দশ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বাজি ধরে পরপর পাঁচ বোতল মদ্যপান করে ফেলেন কার্তিক। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কার্তিক। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

বছর খানেক আগেই বিয়ে হয় কার্তিকের। মাত্র আটদিন আগে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন। আর তারই মধ্যে স্রেফ বাজি জিততেই এত বড় ঝুঁকি নিয়ে প্রাণ হারালেন তিনি। এই ঘটনার পর স্থানীয় থানায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কার্তিকের পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ ভেঙ্কট ও সুভ্রমণিকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশ অনুযায়ী, মদ্যপানের কোনও ভালো গুণ নেই। এমনকী নিরাপদ মাত্রায় মদ্যপান বলে কিছু হয় না। তাদের মতে, একফোঁটা মদও শরীরের জন্য খারাপ। হু-র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মদ্যপানের কারণে প্রতিবছর প্রায় ২৬ লক্ষ মানুষের মৃত্যু হয়। যা বিশ্বব্যাপী মৃত্যুর ৪.৭ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্দুদের সঙ্গে দশ হাজার টাকার ‘বাজি’ ধরে ২১ বছর বয়সেই মৃত্যু হল এক যুবকের।
  • ভেঙ্কট রেড্ডি, সুব্রমণি-সহ আরও তিনজনের সঙ্গে মদের আসরে বসে কার্তিক।
  • বাজি ধরে পরপর পাঁচ বোতল মদ্যপান করে ফেলেন কার্তিক।
Advertisement