shono
Advertisement

‘সন্ত্রাসের পথ ছাড়তে বলুন পরিজনদের’, জঙ্গিদের পরিবারকে আরজি কাশ্মীর পুলিশ প্রধানের

জনসংযোগ বাড়াতে উপত্যকায় বিশেষ হেল্প লাইন সেনার৷ The post ‘সন্ত্রাসের পথ ছাড়তে বলুন পরিজনদের’, জঙ্গিদের পরিবারকে আরজি কাশ্মীর পুলিশ প্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Jun 30, 2018Updated: 05:08 PM Jun 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বেড়ে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপকে নির্মূল করতে ও অমরনাথ যাত্রাকে শান্তিপূর্ণ করতে চলতি মাসের মাঝামাঝি থেকেই কাশ্মীরে জঙ্গিদমন অভিযান কঠোর করেছে সেনা৷ কার্যত গর্ত থেকে টেনে বের করে খতম করা হচ্ছে জঙ্গিদের৷ সেনার দাপটে উপত্যকায় কোমর ভেঙে গিয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের৷ এমত পরিস্থিতিতে, কাশ্মীরি যুবকদের নাশকতার পথ থেকে সরে আসার জন্য আরজি জানালেন জম্মু-কাশ্মীর পুলিশ প্রধান এসপি বৈদ৷ বললেন, তাঁদের পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করবে সরকার৷ পাশাপাশি, কাশ্মীরের বাসিন্দাদের সুবিধার্থে বিশেষ হেল্প লাইন নম্বর চালু করল সিআরপিএফ৷ যেকোনও অসুবিধায় এই হেল্প লাইনে ফোন করলেই সাহায্য করতে ছুটে আসবেন সেনার জওয়ানরা৷

Advertisement

[জিএসটি-র বর্ষপূর্তি, কতটা লাভবান সাধারণ মানুষ?    ]

নাশকতা হোক বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, প্রত্যেক ক্ষেত্রেই উপত্যকায় সফট টার্গেট হয়েছে যুবকরা৷ অল্প টাকার বিনিময়ে বা আল্লার নাম নিয়ে তাদের মগজ ধোলাই করে তাদের জেহাদি কাজে ব্যবহার করেছে জঙ্গি সংগঠনগুলি৷ কখনও বা সেনার বিরুদ্ধে পাথর ছোড়ার কাজে লাগানো হচ্ছে তাদের৷ প্রত্যেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে জম্মু-কাশ্মীরের যুবকদের৷ আর এই আশঙ্কা থেকেই কাশ্মীরে প্রতিটি পরিবারের কাছে বিশেষ আরজি জানালেন পুলিশ প্রধান এসপি বৈদ৷ অনুরোধ করেলেন, তাঁদের পরিজনদের সন্ত্রাসের পথ থেকে সরিয়ে আনতে৷ প্রতিশ্রুতি দিয়ে জানালেন, তাঁদের চাকরি ও পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করবে সরকার৷ তবে এই প্রথম নয়, গত বছরও একই আরজি জানিয়েছিলেন তিনি৷ এবং তাতে সাড়া দিয়ে সন্ত্রাসের পথ ত্যাগ করে পুলিশ ও সেনার কাছে আত্মসমর্পণ করেছিল উপত্যকার অনেক যুবক৷ অস্ত্র ত্যাগ করে তারা বেছে নিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা৷

[জিএসটি-র বর্ষপূর্তি, কতটা লাভবান সাধারণ মানুষ?    ]

একই ভাবে জম্মু-কাশ্মীরের মানুষদের সঙ্গে জনসংযোগ বাড়ানোয় নজর দিয়েছে সিআরপিএফ৷ ‘মদদগার হেল্প লাইন’ নামে একটি বিশেষ নম্বর চালু করেছে সেনা৷ যেখানে ফোন করলে উপত্যকার মানুষদের যেকোনও রকমের সাহায্য করতে ছুটে আসবেন খোদ সেনা জওয়ানরা৷ জানা গিয়েছে, এই হেল্প লাইনের মাধ্যমে সাহায্যপ্রার্থী অনেক মানুষকে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে দিয়েছে সেনা৷ তেমনই, বাড়িতে পৌঁছে দিয়েছে চিকিৎসার সরঞ্জাম ও খাদ্য-খাওয়ার৷

The post ‘সন্ত্রাসের পথ ছাড়তে বলুন পরিজনদের’, জঙ্গিদের পরিবারকে আরজি কাশ্মীর পুলিশ প্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement