shono
Advertisement
Maha Kumbh Road Accident

মহাকুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি! মৃত্যু অন্তত ১০ পুণ্যার্থীর

বাসে থাকা যাত্রীদের মধ্যেও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে খবর। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:10 AM Feb 15, 2025Updated: 09:44 AM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা! জানা গিয়েছে, একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে প্রয়াগরাজের উদ্দেশে যাওয়া বোলেরো গাড়ির। দুমড়েমুচড়ে যায় সেটি। গাড়িটিতে ছিলেন ১০ জন পুণ্যার্থী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অন্যদিকে, বাসে থাকা যাত্রীদের মধ্যেও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে খবর। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। 

Advertisement

পিটিআই সূত্রে খবর, শুক্রবার মাঝরাতে এই দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজ-মির্জারাজ হাইওয়েতে। মৃতেরা সকলে ছত্তিশগড়ের কোরবার বাসিন্দা ছিলেন। তাঁরা মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য যাচ্ছিলেন। কিন্তু তার আগেই এই ভয়ংকর ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আসছিল মধ্যপ্রদেশের রাজগড় থেকে। দুর্ঘটনা দেখে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর দেন থানায়। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ১০ জন।পুলিশ এসে দ্রুত দেহগুলো উদ্ধার করে। এবং আহতের স্থানীয় হাসপাতালে পাঠায়। 

এই দুর্ঘটনার খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে নিজের আধিকারিকদের পাঠান। আহতদের দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থার করার নির্দেশ দেন। এরপর মুখ্যমন্ত্রী খোঁজ নেন আহতদের। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে প্রয়াগরাজের উদ্দেশে যাওয়া বোলেরো গাড়ির। দুমড়েমুচড়ে যায় সেটি।
  • গাড়িটিতে ছিলেন ১০ জন পুণ্যার্থী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
  • বাসে থাকা যাত্রীদের মধ্যেও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে খবর।
Advertisement