shono
Advertisement
Maharashtra

মহারাষ্ট্র বিধানসভায় তাস খেলছেন মন্ত্রী! ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক

ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:09 PM Jul 20, 2025Updated: 08:34 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভার অধিবেশন চলাকালীন খোজ মেজাজে এনডিএ সরকারের মন্ত্রী। বিধানসভার মধ্যেই শুরু করে দিলেন তাস খেলতে! সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার ভিতরে সে রাজ্যের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)

Advertisement

সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। এরপরই শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা রোহিত পাওয়ার ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ করেছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রীকে। শরদ পাওয়ারের নাতি রোহিত কৃষিমন্ত্রীকে তোপ দেগে বলেন, "যখন রাজ্যের কৃষকরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক সেই সময় বিধানসভায় বসে তাস খেলছেন রাজ্যের কৃষিমন্ত্রী।"

এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি পোস্ট করে রোহিত লিখেছেন, ‘রাজ্যে প্রতিদিন ৮ জন কৃষক আত্মহত্যা করছেন। সেই দিকে নজর দেওয়ার সময় নেই কৃষিমন্ত্রীর। কিন্তু বিধানসভার অধিবেশন চলাকালীন সেখানে বসে তাস খেলার সময় রয়েছে তাঁর কাছে।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিধানসভা কক্ষে বসে খোশ মেজাজে রামী সার্কেলে গেম খেলছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী। এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই কৃষিমন্ত্রীর পদত্যাগ দাবি করেতে এনসিপি। বিধানসভার বিরোধী দলনেতা আম্বাদাস দামভে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “মহারাষ্ট্রের কৃষকরা আজ সমস্যায় রয়েছেন। একটানা বৃষ্টিতে রাজ্যের বেশকিছু অংশের জমিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে। সেসব বিষয় নিয়ে পুরোপুরি উদাসিন রাজ্যের কৃষিমন্ত্রী। অধিবেশন চলাকালীন তাস খেলছেন কৃষিমন্ত্রী।” যদিও এই ঘটনার পর কৃষিমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভার অধিবেশন চলাকালীন খোজ মেজাজে এনডিএ সরকারের মন্ত্রী।
  • বিধানসভার মধ্যেই শুরু করে দিলেন তাল খেলতে!
  • সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার ভিতরে সে রাজ্যের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে।
Advertisement