shono
Advertisement
Manipur CM

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ফের অগ্নিকাণ্ড! জ্বলন্ত মণিপুরেই হবে পঞ্চায়েত ও পুরভোট

লোকসভা নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা সত্বেও হিংসা এড়ানো যায়নি মণিপুরে।
Published By: Subhajit MandalPosted: 10:07 AM Jun 16, 2024Updated: 10:21 AM Jun 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (N Biren Singh) কনভয়ে হামলা হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রীর ক্ষতি না হলেও আহত হন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ান। এবার ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নেপথ্যে উঠে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব।

Advertisement

শনিবার রাতে ইম্ফলে (Imphal) কুকি ইনের আশপাশে মণিপুর সচিবালয় কমপ্লেক্সের কাছে থাকা কুকিদের পরিত্যক্ত বাড়িগুলিতে আগুন লাগে। এন বিরেন সিংয়ের বাসভবনের অদূরে প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচিব থাঙ্কখোপাও কিপগেনের বাড়িটিও ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কোনও হতাহতের খবর না মিললেও এর নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: পছন্দের বিষয়ে ফেল? রেজাল্ট ফিরিয়ে আবারও বসা যাবে উচ্চমাধ্যমিকে, সুযোগ দিল বোর্ড]

এসবের মধ্যেই আবার মণিপুরে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। মণিপুর (Manipur) সরকারের সিদ্ধান্ত, রাজ্যে পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা হবে চলতি বছরের সেপ্টেম্বরে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। এখনও সেরাজ্যের বহু মানুষ ঘরছাড়া। প্রায় হাজার দশেক মানুষ ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন হলে হিংসা আরও বাড়তে পারে।

[আরও পড়ুন: নাড়ির টান! দাম্পত্যের আইনি লড়াইয়ে ভরা এজলাসে মায়ের কোলে ঝাঁপাল শিশুকন্যা]

সদ্য যে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) হয়েছে তাতে এত কড়া নিরাপত্তার ব্যবস্থা সত্বেও হিংসা এড়ানো যায়নি। একাধিক বুথে ছাপ্পা, বুথ দখলের অভিযোগ উঠেছিল। চলেছে গুলিও। সেসবের পর ফলাফলে দেখা গেল রাজ্যের দুই আসনই অপ্রত্যাশিতভাবে জিতে নিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত ভোট হলে হিংসা এড়ানো যাবে তো? সে নিয়েই আপাতত যাবতীয় চিন্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কনভয়ে হামলা হয়েছিল।
  • এবার ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • নেপথ্যে উঠে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব।
Advertisement