সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেপ্তার এক যুবক। হাসপাতালে রাতের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে পাকড়াও করা হয়েছে ঘটনার প্রায় আড়াই সপ্তাহ পর।
গত ১৬ ডিসেম্বর ঘটনাটি ঘটে। ডিউটি শেষ করে রাত ১২টারও পরে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন ওই মহিলা চিকিৎসক। যাচ্ছিলেন পিজিতে। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময়ে আচমকাই বাইকে চেপে এসে তাঁর পথ আটকান অভিযুক্ত। জানতে চান বাসস্ট্যান্ড কোন দিকে। এর পরেই বাইক থেকে নেমে মহিলার দিকে এগিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁকে স্পর্শ করারও চেষ্টা করেছেন ওই যুবক। বাইকচালকের এমন আচরণে মহিলা চিকিৎসক চিৎকার করতে শুরু করেন। এর পরেই অভিযুক্ত বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই মহিলা চিকিৎসক থানায় গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। কলেজের ক্যাম্পাসের মধ্যেই পুরুষদের শৌচালয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ওই ছাত্রীকে। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই এবার বেঙ্গালুরুর রাস্তায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ উঠল। পর পর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
