shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর! রেহাই পেল না সন্তানরাও

আহতরা নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Subhodeep MullickPosted: 07:33 PM Apr 20, 2025Updated: 07:33 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এমনটাই সন্দেহ করেছিলেন স্বামী। আর সেই সন্দেহের বশেই স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তার আক্রমণ থেকে রেহাই পেল না দুই কন্যাও। গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের টিকরি গ্রামে। আহতরা নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল। সে তার পরিবারের সঙ্গে থাকত না। গোপালের স্ত্রী রামগুনি (৩৯) একটি ভাড়া বাড়িতে দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনজন ঘুমাচ্ছিলেন। তবে রামগুনির ছেলে আশু ঘটনাস্থলে ছিলেন না। সে তার এক বন্ধুর বাড়িতে রাত কাটাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় লুকিয়ে গোপাল পাঁচিল টপকে তাঁদের বাড়িতে প্রবেশ করে। এরপরই সোজা সে রামগুনির ঘরে ঢুকে যায়। সেখানেই আচমকা সে অ্যাসিড হামলা চালায়। রামগুনির আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে গোপাল সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়েছিলেন রামগুনি এবং তাঁর দুই কন্যা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন নাবালিকা।

বছর তেইশের আশুর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। আশু জানিয়েছেন, গোপাল দিনরাত নেশা করতেন। এমনকী চাষের একটি জমিও নাকি সে বিক্রি করে দিয়েছিল। এরপরই রামগুনি তাঁর সন্তানদের নিয়ে অন্য বাড়িতে বসবাস করতে শুরু করেন। কিন্তু গোপালের সন্দেহ ছিল, রামগুনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এর আগেও নাকি একাধিকবার তাঁদের মধ্যে বচসা বাঁধে বলে জানিয়েছেন আশু। পুলিশ গোপালের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এমনটাই সন্দেহ করেছিলেন তাঁর স্বামী।
  • আর সেই সন্দেহের বশেই স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
  • গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের টিকরি গ্রামে।
Advertisement