shono
Advertisement
Seema Haider

'কালোজাদু' করেছেন সীমা! পাক বধূর বাড়িতে আচমকা হানা গুজরাটের যুবকের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 10:06 AM May 04, 2025Updated: 10:10 AM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বধূ সীমা হায়দারের বাড়িতে ঢুকে পড়লেন এক যুবক। তার উপর সীমা 'কালোজাদু' করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই যুবক। ঘটনায় অবাক সীমার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম তেজস। তিনি গুজরাটের বাসিন্দা। শনিবার রাতের দিকে ওই যুবক তেজস হঠাৎ সীমার বাড়িতে জবরদস্তি ঢুকে পড়েন। বধূর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটকে দেন পরিবার ও স্থানীয় যুবকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে থাকে। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশের আধিকারিক সুজয় উপাধ্যায় জানিয়েছে, তেজসের মানসিক সমস্যা রয়েছে। যুবক গুজরাটের বাসিন্দা। সেখান থেকে দিল্লিতে আসেন তিনি। তারপর রাজধানী থেকে পৌঁছন সীমার বাড়িতে। তাঁর ফোন থেকে পাক বধূর ছবিও পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী সীমা প্রেমের টানে ২০২৩ সালে পাকিস্তান থেকে পালিয়ে আসেন ভারতে । উত্তরপ্রদেশের বাসিন্দা ২৭ বছর বয়সী শচীন মীনাকে বিয়ে করেন তিনি। সেই সময় সংবাদ মাধ্যমের শিরনামে উঠে আসেন তিনি। পাক-ভারত উত্তেজনার আবহে নতুন করে সীমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক বধূ সীমা হায়দারের বাড়িতে ঢুকে পড়ল এক যুবক।
  • তার উপর সীমা 'কালোজাদু' করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই যুবক।
  • ঘটনায় অবাক সীমার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
Advertisement