সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহকর্মীদের সঙ্গে একটি রেস্তরাঁতে গিয়েছিলেন। সেখানেই বিল মেটানো নিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষের সঙ্গে শুরু বচসা । হাতাহাতি (Lynching) পর্যন্ত গড়ায় সেই বিবাদ। শেষ পর্যন্ত মৃত্যু হয় এক যুবকের। এমনই ঘটনা ঘটেছে নয়ডার (Noida) একটি বার-রেস্তরাঁতে। মৃত যুবকের নাম ব্রিজেশ রাই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার ঘটনাটি ঘটেছে নয়ডার লস্ট লেমনস নামক একটি রেস্তরাঁয়। জানা গিয়েছে, ব্রিজেশ এবং তাঁর কয়েকজন সহকর্মী পার্টি করতে ওই রেস্তরাঁতে যান। রাত এগারোটা নাগাদ তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিল মেটানো নিয়ে রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বাউন্সার আসে। তারপরেই হাতাহাতি শুরু হয় দু’পক্ষের। সেখানেই বাউন্সারের আঘাতে গুরুতর জখম হন ব্রিজেশ।
[আরও পড়ুন: এবার কোভিড টিকা পাবে শিশুরাও, ৬-১২ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র DCGI’র]
হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রিজেশকে। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। নয়ডার অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার রণবিজয় সিং জানিয়েছেন, “ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত আটজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, রেস্তরাঁর প্রায় ১২ জন কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মৃত ব্রিজেশ বিহারের ছাপড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে হাতাহাতির ছবি সংগ্রহ করেছে পুলিশ। ব্রিজেশের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠান হয়েছে বলে জানিয়েছে পুলিশ।