সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’সপ্তাহের শিশুকন্যাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরে প্রমাণ লোপাটে একরত্তির দেহ আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার হায়দরাবাদের গোলকোন্ডা থানার কাছে এমনই নৃশংস ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুকন্যার মা পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে শিশুকন্যার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জগৎ নেপালের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে হায়দরাবাদের একটি আবাসনে সিকিউরিটি গার্ডের কাজ করত।
গোলকোন্ডা থানার এক আধিকারিক বলেন, “শিশুকন্যাটিকে একাধিকবার ছুরির আঘাত করে হত্যা করার প্রমাণ মিলেছে। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।" পুলিশ জানিয়েছে, খুন করার পর শিশুটির দেহ আবাসনে নিয়ে আসে তার বাবা। পরে তৈলিচৌকির কাছে একটি আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসে। ঘটনার পর শিশুকন্যাটির মা পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে সে এখনও খুনের কথা স্বীকার করেনি বলে জানা গিয়েছে। শিশুমৃত্যুর আসল কারণ জানতে ঘটনার তদন্ত করেছে পুলিশ।
এই ঘটনার পর এখনও শিশুকন্যাটির মা বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কন্যাসন্তান হওয়ার কারণেই হয়তো শিশুটিকে খুন করা হয়েছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, আসল কারণ জানতে ঘটনার তদন্ত চলছে। বেশ কয়েকজনের বয়ান নেওয়া হয়েছে। তাছাড়া ওই আবাসন-সহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
