shono
Advertisement
Manipur

মণিপুরের বিধায়কদের দিল্লিতে জরুরি তলব! ফের সরকার গঠনের পথে বিজেপি?

কাউকেই এই বৈঠকের সঠিক এজেন্ডা জানানো হয়নি।
Published By: Anustup Roy BarmanPosted: 01:49 PM Dec 12, 2025Updated: 04:05 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিতর্কের শেষে ২৮ মাস পরে মণিপুরে (Manipur) পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেন শান্তির বার্তা। এবার হিংসায় ক্ষতিগ্রস্ত মনিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য রবিবার দিল্লিতে বৈঠক ডেকেছে বিজেপি। মণিপুরের বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, বিজেপির সমস্ত বিধায়কদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও, তাঁদের কাউকেই এই বৈঠকের সঠিক এজেন্ডা জানানো হয়নি। তিনি বলেন, "এই বৈঠক সরকার গঠনের জন্যও হতে পারে। আমাদের বেশিরভাগই যাচ্ছি।"

বিজেপির একজন বিধায়ক জানিয়েছেন, দলের উত্তর-পূর্ব রাজ্যগুলির সমন্বয়কারী সম্বিত পাত্র তাদের বেশিরভাগকেই ফোন করে বৈঠকে যোগ দিতে বলেছেন। একজন জানিয়েছেন, "বিজেপির রাজ্য সভাপতি এ শারদা দেবীও বৈঠকের বিষয়ে কিছু বিধায়ককে ফোন করেছেন। তিনিও বৈঠকে যোগ দিতে পারেন।" জানা গিয়েছে, বিজেপির কুকি-জো বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। রাজ্যের কুকি-জো বিধায়কদের মধ্যে বিজেপির সাতজন সদস্য রয়েছেন। নতুন সরকার গঠনের আগে থেকেই পৃথক শাসনের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই দিনের মণিপুর সফরের পরেই এই বৈঠকের খবর জানা গিয়েছে। জাতি হিংসতা শুরুর ২৮ মাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার মণিপুর সফর করার পর আসেন রাষ্ট্রপতি। এই দুই শফরের পরেই বৈঠকের তারিখ সামনে আসায় রাজনৈটিক মহলে গুঞ্জন, ফের গথন হতে পারে মণিপুরের সরকার।

এই বছরের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বিরেন সিং। ঘরে বাইরে চাপের মুখে গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এর পরেই রাজ্যজুড়ে জারি হয় রাষ্ট্রপতি শাসন। ২০২৩ সালের ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি সংঘর্ষ। সেই থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব রাজ্যটি। ২০২৪-এর শেষ দিন মণিপুরে (Manipur) রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়েছিলেন বিরেন সিং। ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে সর্বসাধারণের উদ্দেশে তাঁর বার্তা ছিল— "গোটা বছর দুর্ভাগ্যজনক কেটেছে আমাদের। গত বছরের ৩ মে থেকে যা ঘটে চলেছে রাজ্যে তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি আমি। অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে ঘরছাড়া হয়েছেন। আমি অনুতপ্ত। ক্ষমা চাইছি। কিন্তু গত তিন-চার মাসের শান্তি পরিস্থিতি দেখে আমার আশা যে ২০২৫-এর মধ্যে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে।" সেই সঙ্গে রাজ্যের ৩৫টি উপজাতি গোষ্ঠীকে মিলমিশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৮ মাস পরে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • দেন শান্তির বার্তা।
  • রবিবার দিল্লিতে বৈঠক ডেকেছে বিজেপি।
Advertisement