সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন) ঘিরে তোলপাড় গোটা দেশ। দুই নির্যাতিতার মধ্যে একজনের স্বামী ছিলেন প্রাক্তন জওয়ান। কার্গিল যুদ্ধে (Kargil war) অংশও নিয়েছিলেন। স্ত্রীর উপরে হওয়া ভয়ংকর নির্যাতনের কথা বলতে গিয়ে তাঁর গলায় ফুটে উঠছে করুণ আর্তি। অসম রেজিমেন্টের প্রাক্তন সুবেদারের আফসোস, ”দেশকে রক্ষা করেছি। কিন্তু নিজের স্ত্রীকেই রক্ষা করতে পারলাম না।”
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি দেশের হয়ে লড়াই করেছি কার্গিলে। শ্রীলঙ্কাতেও গিয়েছি ভারতের শান্তিরক্ষা বাহিনীর অংশ হয়েছে। দেশকে রক্ষা করেছি। কিন্তু নিজের স্ত্রীকে, নিজের বাড়িকে এবং আমার সঙ্গী গ্রামবাসীদের রক্ষা করতে পারলাম না।” যা ঘটে গিয়েছে তাতে তিনি অত্যন্ত হতাশ ও দুঃখিত বলে জানাচ্ছেন ওই ব্যক্তি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপে আরজি জানিয়ে তাঁর দাবি, ”পুলিশ উপস্থিত ছিল কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। যারা ঘরবাড়ি জ্বালিয়ে দিল এবং মহিলাদের হেনস্তা করল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শেখ নূর আমিনের আসল পরিচয় কী?]
প্রসঙ্গত, গত ৪ মে’র ঘটনার ভিডিও বুধবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার তাঁরা। যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়।