shono
Advertisement
Manish Kashyap

বিজেপি ছেড়ে 'পিকে'র দলে জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ, ভোটের আগে বড় চমক বিহারে

আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে পারে জনসূরজ পার্টি।
Published By: Amit Kumar DasPosted: 05:02 PM Jul 07, 2025Updated: 05:02 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বেহাল দশা তুলে ধরে রাষ্ট্রের কোপে পড়তে হয়েছিল তাঁকে। যেতে হয়েছিল জেলেও। বিহার নির্বাচনের আগে সেই ইউটিউবার মণীশ কাশ্যপকে দলে নিল প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি। মাত্র ১৩ মাসের গেরুয়া সফর সেরে জনসূরজে আসা মণীশের হাতে সোমবার দলীয় পতাকা তুলে দেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।

Advertisement

গত বছরের জুন মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন মণীশ। যদিও সেখানে মন টেকেনি তাঁর। এই অবস্থায় বিজেপি থেকে ইস্তফা দেন তিনি। সম্প্রতি জনসূরজের সভাপতি উদয় সিংয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তিনি লেখেন, ৭ জুলাই বাপু অডিটোরিয়াম। নিভতে বসা আশা ফের জ্বালাবো, প্রতিটি বাড়িতে আশার আলো জ্বলবে, পলায়নের দুঃখ ঘুচবে, আবারও নয়া বিহার তৈরি করব আমরা। সেই ঘোষণা মতো সোমবার পিকের দলে যোগ দেন মণীশ। এই অনুষ্ঠানে প্রশান্ত কিশোর বলেন, যারা বিহারের বর্তমান অবস্থার পরিবর্তন চান তাঁদের সকলকে জনসূরজে স্বাগত। অন্যদিকে মণীশ বলেন, 'এবার আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে। আগামী ৫ বছর আপনাদের হবে। রাজ্যের অবস্থা সম্পর্কে আপনারা সকলে স্বাগত, বিহারে এখন কেউ নিরাপদ নন। বিহারকে নিরাপদ করতে হলে জনসূরজের প্রয়োজন।'

উল্লেখ্য, বিহারের রাস্তাঘাটের বেহাল অবস্থা, সরকারের গা ছাড়া মানসিকতা, ঘুণধরা প্রশাসনিক ব্যবস্থার দুর্দশা তুলে ধরে ব্যপক জনপ্রিয় হয়ে ওঠেন মণীশ কাশ্যপ। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৯.২৯ মিলিয়ন। নিজেকে বিহারপুত্র বলে দাবি করা মণীশ প্রথমবার রাজনীতির ময়দানে নামেন ২০২০ সালে। ওই বছর পশ্চিম চম্পারনের চনপটিয়া বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নামলেও তৃতীয় স্থান পান। এরপর গত বছর বিজেপিতে যোগ দিলেও মন টেকেনি সেখানে। অবশেষে বিহারে পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনসূরজ শিবিরে পা রাখলেন মণীশ। এবারের নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে পিকের দল মনে করা হচ্ছে এবার চনপটিয়া কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এক চিকিৎসককে মারধরের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মণীশ। এর আগে সরণ জেলা প্রশাসন ১১টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল সেই তালিকায় ছিল মণীশের চ্যানেলের নাম। তামিলনাড়ুতে বিহারীদের উপর এক হিংসার ঘটনায় ভিডিও তুলে ধরে আইনি জটিলতায় পড়েছিলেন এই ইউটিউবার। তামিলনাড়ুতে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার জেরে ৯ মাস জেলেও কাটাতে হয় তাঁকে। এবার সেই মণীশকে দলে নিয়ে বড় চমক দিলেন পিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহার নির্বাচনের আগে সেই ইউটিউবার মণীশ কাশ্যপকে দলে নিল প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি।
  • ১৩ মাসের গেরুয়া সফর সেরে জনসূরজে আসা মণীশের হাতে সোমবার দলীয় পতাকা তুলে দেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।
  • আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে পারে জনসূরজ পার্টি।
Advertisement