shono
Advertisement
Prayagraj

যোগীরাজ্যে মহিলা IAS-এর বাড়িতে মধুচক্রের আসর! বাংলার যুবতী-সহ গ্রেপ্তার ৯

বাড়ি থেকে বাজেয়াপ্ত বহু আপত্তিকর সামগ্রী।
Published By: Amit Kumar DasPosted: 08:50 PM Jan 04, 2026Updated: 08:50 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে মহিলা আইএএস (IAS) আধিকারিকের বাড়িতে মধুচক্রের আসর! অভিযোগের ভিত্তিতে বাড়িতে হানা দিয়ে ৪ যুবতী ও ৫ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল যোগীর পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কিদগঞ্জ এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের এক যুবতী।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জনবহুল এলাকার মধ্যে অবস্থিত ওই বাড়িতে দিন-রাত যুবক যুবতীদের আনাগোনা লেগে থাকত। যার জেরে সন্দেহ হয় এলাকাবাসীর। এই পরিস্থিতিতে স্থানীয় থানায় অভিযোগ জানান তাঁরা। এর ভিত্তিতে রবিবার দুপুরে রহস্যময় ওই বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এই অবস্থায় দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় ৪ যুবতী ও ৫ যুবককে। চার যুবতীর মধ্যে দু'জন প্রয়াগরাজের, একজন বারাণসীর ও একজন বাংলার। যদিও তাঁদের পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে, যে বাড়িতে এই মধুচক্রের আসর বসেছিল সেটি একজন আইএএস আধিকারিকের বাড়ি। মাসে ১৫ হাজার টাকার বিনিময়ে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। পরিবার নিয়ে থাকবেন জানিয়ে বাড়িটি ভাড়া নিয়েছিলেন একজন। পরে সেখানে যৌনচক্রের আসর বসানো হয়। গত ৩ মাস ধরে এখানে চলছিল এই কুকীর্তি। বাড়িতে তল্লাশি চালিয়ে বহু আপত্তিকর জিনিস উদ্ধার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে মহিলা আইএএস (IAS) আধিকারিকের বাড়িতে মধুচক্রের আসর!
  • অভিযোগের ভিত্তিতে বাড়িতে হানা দিয়ে ৪ যুবতী ও ৫ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল যোগীর পুলিশ।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কিদগঞ্জ এলাকায়।
Advertisement