shono
Advertisement
Delhi Blast

পাক যোগে 'ভূতুড়ে' সিম, দু’টি ফোনে নিরাপত্তাকর্মীদের ধোঁকা! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া তথ্য

গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়।
Published By: Kishore GhoshPosted: 05:58 PM Jan 04, 2026Updated: 07:01 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের ঘটনা যে দীর্ঘ পরিকল্পনার ফসল ক্রমশ তা স্পষ্ট হচ্ছে। এবার জানা গেল, পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করতে ‘ভূতুড়ে’ সিম ব্যবহার করতেন অভিযুক্ত চিকিৎসকেরা। বিষয়ট যাতে কোনওভাবে ধরা না পড়ে তার জন্য একটি বিশেষ ধরনের অ্যাপ মোবাইল ফোনে ব্যবহার করতেন অভিযুক্তরা।

Advertisement

তদন্তকারী সূত্রের খবর, নিরাপত্তাকর্মীদের ঘোল খাওয়াতে দু'টি সিম ব্যবহার করতেন অভিযুক্ত চিকিৎসকরা। নিজের নামে নথিভুক্ত সিমকার্ডটি পরিবার, বন্ধু, আত্মীয় এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার করতেন তাঁরা। ‘ভূতুড়ে’ সিম ব্যবহার করে সন্ত্রাসের ষড়যন্ত্র করতেন। ‘ভূতুড়ে’বা দ্বিতীয় সিম-এ বলি হত নিরীহ মানুষ। সন্দেহ হবে না এমন ব্যক্তির আধার কার্ডের তথ্য চুরি করে তা দিয়ে সিমকার্ড নেওয়া হত। তদন্তকারীরা বলছেন, এই সিমটি ব্যবহার করে পাক অধিকৃত কাশ্মীরের অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন অভিযুক্তরা।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রোর সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে। যারা বেশিরভাগই কাশ্মীরের। জানা গিয়েছে, ওই ‘জেহাদি’ চিকিৎসকদের সঙ্গে যোগ ছিল দিল্লি বিস্ফোরণের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তদন্তকারী সূত্রের খবর, নিরাপত্তাকর্মীদের ঘোল খাওয়াতে দু'টি সিম ব্যবহার করতেন অভিযুক্ত চিকিৎসকরা।
  • জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে।
Advertisement