shono
Advertisement
Punjab

পাঞ্জাবে ভরা বিয়েবাড়িতে খুন আপ নেতা, মাথায় গুলি করে পালাল দুষ্কৃতী! প্রকাশ্যে হাড়হিম ভিডিও

এখনও স্পষ্ট নয় হামলার কারণ।
Published By: Kishore GhoshPosted: 09:10 PM Jan 04, 2026Updated: 02:33 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বিয়েবাড়িতে আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুন। পাঞ্জাবের অমৃতসরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি রিসর্টে এসেছিলেন আপ পঞ্চায়েত প্রদান জরনৈল সিং। অভিযোগ, সেখানেই তাঁকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

তরণ তারণ জেলার ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান নিহত জরনৈল সিং। রবিবার তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অমৃতসর রিসর্টে আসেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। জনসমক্ষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শী জানান, আপনেতার মাথায় গুলি করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানের পরে অমৃতসরের পুলিশ কমিশনার জানান, দুই হামলাকারী বহিরাগত। তাঁদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা হবে। যদিও তদন্তের স্বার্থেই তাদের পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ। রাজনৈতিক কোনও কারণে তাঁর উপরে হামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তরণ তারণ জেলার ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান নিহত জরনৈল সিং।
  • হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Advertisement