shono
Advertisement

Breaking News

BSP

রাগ পড়ল পিসির! ভাইপো আকাশকে বিএসপির জাতীয় সমন্বয়ক করলেন মায়াবতী

গত ৩ মার্চ সমস্ত পদ কেড়ে আকাশকে দল থেকে বহিষ্কার করেন মায়াবতী।
Published By: Amit Kumar DasPosted: 07:41 PM May 18, 2025Updated: 07:41 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪০ দিনের ব্যবধানে আকাশে মন গলল বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীর। ভাইপো আকাশ আনন্দকে শুধু দলে ফেরানো নয়, আবার বিএসপি জাতীয় সমন্বয়কের পদে ফেরানো হল। রবিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে মায়াবতীর ভাইপোকে।

Advertisement

আকাশের আচরণে অতিষ্ঠ হয়ে গত ২ মার্চ দলের সমস্ত রকম দায়িত্ব কেড়ে নিয়েছিলেন বহেনজি। জানা যায়, আকাশের উপর এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন মায়াবতী যে এর পরদিনই তিনি দল থেকে বহিষ্কার করেন ভাইপোকে। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে গত ১৩ এপ্রিল প্রকাশ্যে ক্ষমা চান আকাশ। জানা যাচ্ছে, ভাইপো ক্ষমা চাওয়ার পর মন গলে পিসির। যদিও সতর্কবার্তা দিয়ে দেন, আগামী দিনে যেন কারও কথায় প্রভাবিত না হন আকাশ। এর পরই শোনা যাচ্ছিল আকাশকে ফের দলের দায়িত্বে ফিরিয়ে আনা হবে। সেইমতো রবিবার দিল্লিতে জাতীয় স্তরের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয় আকাশকে ফের বিএসপির মুখ্য জাতীয় সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়াও আরও তিন জনকে জাতীয় সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন মায়াবতী। তাঁরা হলেন, রামজি গৌতম, রণধীর বেনিওয়াল এবং রাজা রাম।

অবশ্য আকাশের পদ কেড়ে নেওয়া ও ফেরানো কোনও নতুন ঘটনা নয়। গতবছর লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী আচমকা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কো-অর্ডিনেটর পদ থেকে সরানো হল। আমার উত্তরাধিকারী হিসাব যে ঘোষণা করেছিলাম, সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিত থাকবে।’ কিন্তু মাস দেড়েকের মধ্যেই বহেনজি ইউটার্ন নেন। পরিপক্কতার অভাব থাকা সেই ভাইপোকেই আবারও নিজের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। ২০২৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচারের দায়িত্বও আকাশকে দেন বিএসপি সুপ্রিমো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র ৪০ দিনের ব্যবধানে আকাশে মন গলল বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীর।
  • ভাইপো আকাশ আনন্দকে শুধু দলে ফেরানো নয়, আবার বিএসপি জাতীয় সমন্বয়কের পদে ফেরানো হল।
  • রবিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement