shono
Advertisement
Congo

বিদ্রোহীদের দখলে গোমা, গৃহযুদ্ধে জ্বলছে কঙ্গো! আটকে ২৫ হাজার ভারতীয়, উদ্বিগ্ন দিল্লি

Published By: Biswadip DeyPosted: 08:53 PM Jan 31, 2025Updated: 09:26 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে রক্তাক্ত কঙ্গো। ফলে উদ্বেগ বাড়ছে সেখানে থাকা ভারতীয়দের নিয়ে। এই পরিস্থিতিতে শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে সতর্ক করা হল আটকে থাকা ভারতীয়দের। সেই সঙ্গে জানানো হল হেল্পলাইন নম্বরও।

Advertisement

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বলতে শোনা গিয়েছে, ''ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর বেশ কয়েকটি শহর ও কয়েকটি অঞ্চলে সংঘর্ষের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেখানে প্রায় ২৫ হাজার ভারতীয় থাকেন। এঁদের মধ্যে গোমায় বসবাসকারী ভারতীয়র সংখ্যা প্রায় ১ হাজার। তাঁরা নিরাপদ স্থানে চলে গিয়েছেন। আমাদের দূতাবাসের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এবং হেল্পলাইন নম্বরও জানানো হয়েছে। কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন।''

ঠিক কী হয়েছে কঙ্গোয়? জানা যাচ্ছে, সেখানকার গোমা শহরে ঢুকে পড়েছে রোয়ান্ডার মদতপুষ্ট এম-২৩ বিদ্রোহীরা। তাদের সঙ্গে কঙ্গোর সামরিক বাহিনীর লড়াই শুরু হয়েছে। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছেন। যার জেরে শহরের জনজীবন অবরুদ্ধ হয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কঙ্গোর বিদেশমন্ত্রী দাবি করেছেন, শাসনক্ষমতার পরিবর্তন ঘটানোই লক্ষ্য রুয়ান্ডাপন্থীদের। এদিকে, গোমা শহরের প্রায় ১০ লক্ষ মানুষ ছাড়াও, সংঘর্ষের জেরে শহরের আশপাশে আরও অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অশান্ত কঙ্গো। ফলে উদ্বেগ বাড়ছে সেখানে থাকা ভারতীয়দের নিয়ে।
  • এই পরিস্থিতিতে শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে সতর্ক করা হল আটকে থাকা ভারতীয়দের।
  • সেই সঙ্গে জানানো হল হেল্পলাইন নম্বরও।
Advertisement