সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রাজস্থান (Rajasthan)। তা নিয়ে লজ্জা থাকা তো দূর বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো গর্ব করলেন রাজস্থানের মন্ত্রী শান্তি ধারিওয়াল। তাঁর দাবি, “রাজস্থান ধর্ষণে শীর্ষে। কারণ এটা পুরুষদের রাজ্য।” তাঁর এহেন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার রাজস্থান বিধানসভায় অধিবেশন চলছিল। সেখানে বক্তব্য রাখতে ওঠেন মন্ত্রী শান্তি ধারিওয়াল। সেই সময় তিনি বলেন, “ধর্ষণে রাজস্থান এক নম্বর রাজ্য। এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেন ধর্ষণে এগিয়ে রাজস্থান?” এরও ব্যাখ্যা দিয়েছেন ওই মন্ত্রী। তাঁর কথায়, “রাজস্থান হল পুরুষদের রাজ্য।” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মন্ত্রী ভাষণের পর বহু বিধায়ক তাঁকে স্বাগতও জানিয়েছেন।
[আরও পড়ুন: রুশ গোলার মুখে একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা বৃদ্ধ দম্পতির, ইউক্রেনের ভিডিও দেখে কাঁদছে বিশ্ব]
তাঁর এই মন্তব্যের বিপুল সমালোচনা শুরু হয়েছে। আসরে নেমেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ জানিয়েছেন, “মন্ত্রীর মন্তব্যে মর্মাহত। উনি শুধু মেয়েদের অপমান করেননি, বিধানসভারও অপমান করেছেন।” সমালোচনা করেছে মহিলা কমিশনও। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, “রাজস্থান সরকারে এমন মন্ত্রী রয়েছেন বলেই সে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নানা অপরাধ হচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।” মন্ত্রীর বিরুদ্ধে কড় ব্যবস্থা নেবে কমিশন।
তীব্র নিন্দার মুখে নড়েচড়ে বসেছেন ওই মন্ত্রী। রাজস্থানের মন্ত্রীর সাফাই, “মুখ ফসকে ওই মন্তব্য করে ফেলেছি। আমি ক্ষমা চাইতেও রাজি।” তাতেও অবশ্য বিতর্ক থামার লক্ষ্মণ নেই।