সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক-সহ আরও কয়েকজন যুবককে দিয়ে নিজের ১৩ বছরেরে মেয়েকে যৌন হেনস্তা করাত মা! নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে হরিদ্বার পুলিশ মা ও মায়ের প্রেমিক সুমিত পাটওয়ালকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে অভিযুক্ত মহিলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ অফিসার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, এক ১৩ বছর বয়সি নাবালিকা পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানায়। এরপর ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়ে ওই নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্তা করা হয়েছে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে নাবালিকার মা ও তাঁর প্রেমিককে পাকড়াও করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকিদের খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে বাবার কাছেই থাকত নাবালিকা মেয়েটি। তবে মাঝেমধ্যে মায়ের কাছেও আসত মেয়েটি। নাবালিকার অভিযোগ, মায়ের ইন্ধোনে তাঁর প্রেমিক ও আরও কয়েকজন মিলে তাকে একাধিকবার যৌন হেনস্তা করে। পুরো বিষয়টি সে তার বাবাকে জানায়। থানায় অভিযোগ দায়ের হতেই ব্যবস্থা নেয় পুলিশ।
এদিকে ওই মহিলার এমন কাণ্ড সামনে আসতেই বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে বেশ অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
