shono
Advertisement
MK Stalin

আসন পুনর্বিন্যাসে বিজেপির ষড়যন্ত্র! মমতা-সহ ৭ মুখ্যমন্ত্রীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা স্ট্যালিনের

কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও শামিল করার চেষ্টায় স্ট্যালিন।
Published By: Subhajit MandalPosted: 07:19 PM Mar 07, 2025Updated: 07:48 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি। বহুদিন আগে থেকেই এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি। এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার 'যুদ্ধ' ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তবে তিনি একা নন, এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অন্তত ৭ মুখ্যমন্ত্রীকে পাশে চাইছেন স্ট্যালিন। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন। চিঠি দিয়ে মমতা-সহ সাত মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সম্ভাব্য আসন পুনর্বিন্যাস নীতির বিরোধিতায় একজোট হওয়ার বার্তা দিয়েছেন স্ট্যালিন।

Advertisement

সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই লোকসভার আসনের পুনর্বিন্যাস করবে কেন্দ্র। সংসদের নতুন ভবন উদ্বোধনের দিনই সেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস তথা অন্য বিরোধীদের আশঙ্কা, ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের সুবিধামতো আসন পুনর্বিন্যাস করে নেবে বিজেপি। আসলে জনসংখ্যার ভিত্তিতে যদি নতুন আসন বণ্টন করা হয় তাহলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির তুলনায় গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। কারণ গোবলয়ের রাজ্যগুলিতে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। বিরোধীরা মনে করছে, বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে কিনা বিজেপি অত্যন্ত শক্তিশালী, সেখানে অনেক বাড়বে আসনসংখ্যা। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরলের (Kerala) মতো রাজ্যে তুলনায় লোকসভার আসন সংখ্যা বাড়বে অনেক কম।

এই আশঙ্কা থেকেই স্ট্যালিন অবিজেপি রাজ্যগুলিকে একত্রিত করতে চাইছেন। লোকসভার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে তিনি সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি যেমন আছেন, তেমনই আছেন এনডিএ জোটভুক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আবার বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকেও। এছাড়াও এই রাজ্যগুলির বিভিন্ন দলের প্রধানদেরও চিঠি দিয়েছেন স্ট্যালিন। তাঁর চিঠি গিয়েছে কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে। আসলে স্ট্যালিন চাইছেন, দলমত নির্বিশেষে রাজ্যের স্বার্থে সবার লড়াই করতে এগিয়ে আসা উচিত। তাই যে দেশগুলি সম্ভাব্য বঞ্চিতের তালিকায় থাকতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন রাজ্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার লড়াইয়ে যদি কোনও রাজ্যের বিজেপি নেতারা এগিয়ে আসতে চান, তাহলে তাঁদেরও সঙ্গে নিতে তাঁর আপত্তি নেই।

স্ট্যালিন চিঠিতে লিখেছেন, জনগণনা অনুযায়ী যদি আসন পুনর্বিন্যাস করা হয় তাহলে যে রাজ্য অত্যন্ত সুচারুভাবে জন্মহার নিয়ন্ত্রণ করেছিল তাদেরই খাঁড়ার মুখে পড়তে হবে। আসনসভাতেই আমাদের প্রতিনিধিত্ব কমে যাবে। সেটা রুখতে একটি জয়েন্ট অ্যাকশন কমিটি গড়তে চান তিনি। তিনি মুখ্যমন্ত্রীদের অনুরোধ করছেন, "আপনারা আনুষ্ঠানিকভাবে যৌথ অ্যাকশন কমিটিতে যোগ দিন এবং একজন প্রবীণ নেতাকে এই কমিটিতে পাঠিয়ে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণে হাত বাড়িয়ে দিন।" আগামী ২২ মার্চ চেন্নাইতে যৌথ অ্যাকশন কমিটির প্রথম বৈঠকও ডেকেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার খর্ব করতে পারে বিজেপি।
  • বহুদিন আগে থেকেই এই আশঙ্কা প্রকাশ করে আসছে দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলি।
  • এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার 'যুদ্ধ' ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।
Advertisement