shono
Advertisement
Monsoon

১৬ বছরে প্রথমবার ৮ দিন আগেই কেরলে হাজির বর্ষা, বাংলায় কী প্রভাব পড়বে?

কী প্রভাব পড়বে বঙ্গে?
Published By: Subhankar PatraPosted: 02:46 PM May 24, 2025Updated: 04:19 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এল নিনোর প্রভাব কিছুটা কমেছে। চলতি মরশুমে বর্ষা বেশি হতে পারে। পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাস কার্যত সত্যি প্রমাণ করে আজ শনিবার বর্ষা ঢুকল কেরলে। নির্ধারিত সময়ের আট দিন আগেই ভারতীয় মূল ভূ-খণ্ডে প্রবেশ বর্ষার। শুধু তাই নয় দেশের জলবায়ুর ১৬ বছরের ইতিহাসে নির্ধারিত সময়ের এত আগে দেশে প্রবেশ করল বর্ষা। 

Advertisement

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুধুমাত্র কেরলে নয় কর্নাটক, তামিলনাড়ু, মিজোরামে বর্ষার আগমন হয়েছে। আগামী দু-তিনের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে প্রবেশ করবে বর্ষা।

১৬ বছর পর প্রথমবার এত আগে মূল ভূ-খণ্ডে প্রবেশ করল মৌসুমি বায়ু। শেষবার ২০০৯ সালে ২৩ মে বর্ষা প্রবেশ করেছিল। দক্ষিণ ভারতের এই রাজ্যে বর্ষা প্রথম প্রবেশ করে। তারপর দেশে অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রবেশের তারিখ ১ জুন। কিন্তু এবার ৮ দিন আগেই মৌসুমি বায়ু এল ভারতে।

জলবায়ুর ইতিহাস ঘাটলে দেখা যাবে সবচেয়ে তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করেছিল ১৯১৮ সালে। তারিখটা ১১ মে। সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল ১৯৭২ সালের ১৮ জুনে। সেইবার ৯ জুন কেরলে ঢোকে মৌসুমি বায়ু। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ২০২৩ সালে বর্ষা ঢোকে ৮ জুন। ২০২২ সালে বর্ষা আসে ২৯ মে। ২০২১ সালে বর্ষা আসে জুন মাসের ৩ তারিখে। চলতি মরশুমে এল আট দিন বাকি থাকতেই। 

বঙ্গ-সহ পূর্বাঞ্চলে এর কী প্রভাব পড়বে?
শুক্রবার আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ঝাড়খণ্ডজুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২৯ মে পর্যন্ত এই আবহাওয়া থাকবে। ২৪-২৬ মে-এর মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা এবং বিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এল নিনোর প্রভাব কিছু কম। বর্ষা এবার বেশি হতে পারে। পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন।
  • সেই পূর্বাভাস কার্যত সত্যি প্রমাণ করে আজ শনিবার বর্ষা ঢুকলে কেরলে।
  • নির্ধারিত সময়ের আট দিন আগেই ভারতীয় মূল ভূ-খণ্ডে প্রবেশ করলো বর্ষা।
Advertisement