সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ফিরল স্যুটকেস স্মৃতি। মাতৃদিবসের দিনই প্রেমিককে সঙ্গে নিয়ে ১০ বছররে সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অসমের গুয়াহাটির ঘটনা। রবিবার শহরের বাইরে একটি ঝোঁপ থেকে শিশুটির স্যুটকেস বন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে শিশুটির মা দিপালী রাজবংশী এবং তাঁর মায়ের প্রেমিক জ্যোতিময় হালোইকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত মৃন্ময় বর্মন জওহর নবোদয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল। তার বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে মায়ের সঙ্গেই থাকত মৃন্ময়। হঠাৎই শনিবার নিখোঁজ হয়ে যায় সে। এরপরই থানায় অভিযোগ দায়ের করে দীপালি। পুলিশকে সে জানায়, টিউশন পড়তে গিয়ে তার ছেলে আর বাড়ি ফেরেনি। এই অভিযোগোর ভিত্তিতে শিশুটির খোঁজ শুরু করে পুলিশ।
রবিবার পুলিশের কাছে খবর আসে শহরের অদূরে একটি ঝোঁপে রক্তমাখা স্যুটকেস পড়ে রয়েছে। পুলিশ পৌঁছে সেটি থেকে একটি শিশুর টুকরো টুকরো দেহ উদ্ধার করে। পরে জানা যায়, ওই দেহটি মৃন্ময়ের। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃন্ময়ের মায়ের প্রেমিকের ব্যাপারে জানতে পারে। এরপরই জ্যোতিময়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশি জেরায় শিশুটিকে খুন করার কথা স্বীকার করে নেয় জ্যোতিময়। খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে আরও জানায় এই হত্যাকাণ্ডের পিছনে শিশুটির মাও জড়িত। এরপরই পুলিশ দীপালিকেও গ্রেপ্তার করে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া আসল ঘটনা জানতে ঘটনার পুনঃনির্মাণ করা হবে। তবে ঠিক কী কারণে শিশুটিকে খুন করা হল সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
