সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমাতঙ্ক মুম্বইের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার দুপুরে হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে বিমানবন্দর। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বোম্ব স্কোয়াড। এই ঘটনায় ইতিমধ্যেই এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় মুম্বই পুলিশের কাছে একটি হুমকি ফোন আসে। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোম্ব স্কোয়াড। বর্তমানে তারা সেখানে তদন্ত চালাচ্ছে। কিন্তু কে এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ ইতিমধ্যেই এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দরে এখনও পর্যন্ত কোনও বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিশ সূত্রে জানা যায়, হুমকি ইমেলে বিমানবন্দর ও তাজ হোটেলকে আইইডি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলেও ইমেলে উল্লেখ করা হয়। তারপরই পুলিশের তরফ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়। তবে তল্লাশি চালানোর পরেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
