shono
Advertisement
Mallikarjun Kharge

মুর্মু হলেন ‘মুর্মা জি’, কোবিন্দ হলেন ‘কোভিড’, খাড়গের উচ্চারণ বিভ্রাটে খেপে লাল বিজেপি

নিন্দায় সরব গেরুয়া শিবির।
Published By: Subhodeep MullickPosted: 04:38 PM Jul 08, 2025Updated: 05:11 PM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তাঁর পূর্বসূরী রামনাথ কোবিন্দের নাম ভুল উচ্চারণ করে বিজেপির রোষের মুখে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছত্তিশগড়ে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভুলবশত ‘মুর্মা’ এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘কোভিড’ বলে সম্বোধন করে বসলেন খাড়গে। কংগ্রেস সভাপতির এই ভুল উচ্চারণের পরই হাত শিবিরকে দলতি-বিরোধী দল বলে তোপ দেগেছে বিজেপি। 

Advertisement

ছত্তিশগড়ের বনাঞ্চলগুলিতে ব্যাপকভাবে গাছ কাটার প্রতিবাদে সেরাজ্যে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখান বক্তৃতা করতে গিয়ে খাড়্গে বলেন, “দেশের জল, জঙ্গল এবং মাটি আমাদের রক্ষা করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিজেপি বলে ওরা মুর্মা (দ্রৌপদী মুর্মু), কোভিডকে (রামনাথ কোবিন্দ) রাষ্ট্রপতি বানিয়েছে। কিন্তু কেন বানিয়েছে? আমাদের সব সম্পদ চুরি করার জন্য? আজকে আদানি এবং আম্বানির মতো মানুষজন সব দখল করে নিচ্ছেন।”  

কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই নিন্দায় সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “দ্রৌপদী মুর্মুকে ‘মুর্মা জি’ এবং রামনাথ কোবিন্দকে ‘কোভিড জি’ বলে সম্বোধন করেছেন খাড়গে। এমনকী তাঁরা জমি দখল করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। খাড়গের মন্তব্য এসসি-এসসটি সম্প্রদায়ের প্রতি কংগ্রেসের ঘৃণাকে প্রতিফলিত করে।” শেহজাদ আরও বলেন, “সাংবিধানিক পদগুলির প্রতি কংগ্রেস আগেও এধরনের কু-মন্তব্য করেছে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতি কাউকেই রেয়াত করা হয়নি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তাঁর পূর্বসূরী রামনাথ কোবিন্দের নাম ভুল উচ্চারণ করে বিজেপির রোষের মুখে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • ছত্তিশগড়ে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভুলবশত ‘মুর্মা’ এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ‘কোভিড’ বলে সম্বোধন করলেন খাড়গে।
  • কংগ্রেস সভাপতির এই ভুল উচ্চারণের পরই হাত শিবিরকে দলতি-বিরোধী দল বলে তোপ দেগেছে বিজেপি।
Advertisement