shono
Advertisement
Jammu & Kashmir

অজানা অসুখে আতঙ্ক জম্মু ও কাশ্মীরে! ১৭ জনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

রহস্যময় এই রোগের উপসর্গ কী?
Published By: Biswadip DeyPosted: 04:00 PM Jan 21, 2025Updated: 04:00 PM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যময় অসুখে মৃত্যুমিছিল জম্মু ও কাশ্মীরের গ্রামে। আতঙ্ক ছড়াচ্ছে এই মৃত্যু ঘিরে। জানা গিয়েছে, জ্বর, মাথায় যন্ত্রণা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তারপরই ঢলে পড়ছেন মৃত্যুতে। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এই অসুখে আক্রান্ত হয়ে। কিন্তু ঠিক কোন অসুখের প্রকোপে এতজনকে প্রাণ হারাতে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

জানা গিয়েছে, উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে রাজৌরি জেলার বাধাই গ্রাম। গত ৭ ডিসেম্বর সেখানে মৃত্যু হয় একসঙ্গে ৫ ব্যক্তির। পরবর্তী সময়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়। মা-বাবা-সহ ৬ সন্তান মারা যায় অজানা রোগে। গত রবিবার, ১৯ জানুয়ারি এক কিশোরীর মৃত্যু হলে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে। ওই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ছিল গত কয়েক দিন।

ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক পুরো বিষয়টি খতিয়ে দেখতে ১১ সদস্যের এক কমিটি গঠন করেছে। সেই দল রবিবারই রাজৌরি পৌঁছেছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করেছে তারা। সোমবার দলটি বাধাই গ্রামেও পরিদর্শনে গিয়েছিল। এদিকে জম্মু ও কাশ্মীরের পুলিশও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তারা এই ঘটনায় অপরাধের চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। কয়েকজনের মোবাইল স্ক্যানও করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও ষড়যন্ত্রের সন্ধান মেলেনি।

জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও বাধাই গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন। আক্রান্তদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। আশ্বাস দিয়েছেন, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখার। কোনও রকম অপরাধের খোঁজ পেলে তারও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রহস্যময় অসুখে মৃত্যুমিছিল জম্মু ও কাশ্মীরের গ্রামে। আতঙ্ক ছড়াচ্ছে এই মৃত্যু ঘিরে।
  • জানা গিয়েছে, জ্বর, মাথায় যন্ত্রণা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তারপরই ঢলে পড়ছেন মৃত্যুতে।
  • এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এই অসুখে আক্রান্ত হয়েছে।
Advertisement