সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে ঘুটঘুটে অন্ধকার। হর্স রাইডিং অ্যাকাডেমির আস্তাবলে সারি দিয়ে দাঁড়িয়ে ছিল ঘোড়াগুলি। সেই সময় নিরাপত্তার ফাঁক গলে আস্তাবলে ঢুকে একটি ঘোড়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। গ্রেপ্তার বছর তিরিশের এক যুবক। চলছে তদন্ত।
জানা গিয়েছে, এই ঘটনা মহারাষ্ট্রের নাগপুর জেলার গিত্তি খাদান এলাকারহর্স রাইডং অ্যাকাডেমির। আজ শনিবার পুলিশ জানিয়েছে, এই নারকীয় ঘটনা গত ১৭ মে-র। ওই অ্যাকাডেমির মালিকের অভিযোগ, রাতের অন্ধকারে তাঁর নিরাপত্তারক্ষী এক ব্যক্তিকে ওই প্রাঙ্গণে ঘোরাফেরা করতে দেখেছে। কিন্তু ধরার আগেই সে পালিয়ে যায়। তারপরই সমস্ত কিছু খতিয়ে দেখে জানা যায় একটি ঘোড়াকে যৌন হেনস্তা করা হয়েছে।
এরপরই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখান থেকেই অভিযুক্ত ছোট্টা সুন্দর খোবরাগাড়ে নামে ওই যুবকের হদিশ পায় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করার পর ভারতীয় ন্যায় সংহিতার ও পশু আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার এখনও তদন্ত চলছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে মধ্যপ্রদেশে গরুর সঙ্গে যৌনতার অভিযোগ উঠেছিল। দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দু’জনকে।
