shono
Advertisement

সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডে জ্যোতি বসুকে টপকালেন নবীন পট্টনায়েক

নবীন এখন দেশে সবচেয়ে বেশিদিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রীর তালিকায় দু’নম্বরে।
Posted: 01:57 PM Jul 23, 2023Updated: 02:00 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) ছাপিয়ে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনিই এখন দেশে সবচেয়ে বেশিদিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রীর তালিকায় দু’নম্বরে।

Advertisement

সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকার রেকর্ড এখনও রয়েছে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (Pawam Kumar Chamling) দখলে। তিনিও পরপর পাঁচবার সিকিমের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তিনি ১৯৯৪-এর ১২ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৭ মে, টানা ২৪ বছরের বেশি সময় রাজ্যের ক্ষমতায় ছিলেন।

[আরও পড়ুন: অনলাইন জুয়ার ফাঁদ! ৫ কোটি জিতে ৫৮ কোটি খোয়ালেন ব্যবসায়ী, পলাতক প্রতারক]

ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন (Naveen Patnaik) ২০০০-এর ৫ মার্চ দায়িত্ব নেন। ২৩ বছর ১৩৮ দিন ধরে পদে রয়েছেন। জ্যোতিবাবু ১৯৭৭-এর ২১ জুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পদে ছিলেন ২০০০-এর ৫ নভেম্বর পর্যন্ত, ২৩ বছর ১৩৭ দিন। ২০০০ সালে তিনি স্বেচ্ছায় কুরসি ছেড়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য।

[আরও পড়ুন: হিমাচলে দুর্যোগের বলি আরও ৭, একটানা বৃষ্টিতে গুজরাটে ডুবে মৃত্যু অন্তত তিন জনের]

ওড়িশায় আগামী বছর নির্বাচন। সেক্ষেত্রে চামলিংয়ের রেকর্ড ভাঙতে হলে ফের পুনর্নির্বাচিত হতে হবে নবীনকে। যে সম্ভাবনা ভালমতোই রয়েছে। কারণ নবীনের দল বিজু জনতা দল ওড়িশায় এখন এক নম্বর দল। নবীন ছাড়া এই মুহূর্তে দেশের আর কোনও মুখ্যমন্ত্রীই এত দীর্ঘদিন ক্ষমতায় নেই। ফলে পুনর্নির্বাচিত হলে দেশের সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড নবীনের দখলেই থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement