shono
Advertisement
Amit Shah

'রইল বাকি ছয়', মাওবাদ দমনে বিরাট সাফল্যের খতিয়ান তুলে ধরলেন শাহ

'মাওবাদকে শিকড়-সহ উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ দেশ', ঘোষণা শাহের।
Published By: Amit Kumar DasPosted: 02:06 PM Apr 01, 2025Updated: 02:06 PM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ মার্চ ২০২৬। ভারতকে 'মাওবাদ মুক্ত' ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক অভিযানে ধাপে ধাপে সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে দেশ। এরইমাঝে মঙ্গলবার বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাফল্যের খতিয়ান তুলে ধরে শাহ জানালেন, পূর্বে দেশে মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ছিল ১২ টি, বর্তমানে তা কমে ৬ হয়েছে।

Advertisement

মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সাফল্যের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, 'মাওবাদমুক্ত ভারত নির্মাণের লক্ষ্যে আরও এক কদম। বামপন্থী চরমপন্থা উপড়ে ফেলার পথে নয়া মাইলফলক ছুঁয়েছে দেশ। পূর্বে নকশালবাদ প্রভাবিত জেলার সংখ্যা আগে যেখানে ১২টি ছিল, তা কমে বর্তমানে দাঁড়িয়েছে ৬টিতে।' একইসঙ্গে তিনি লেখেন, 'মোদি সরকার কড়া হাতে মাওবাদ দমন এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলছে। ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে মাওবাদকে শিকড়-সহ উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ দেশ।'

দেশে মাওবাদী অধ্যুষিত জেলা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৫ সাল থেকে। ২০১৫ সালে এই তালিকায় দেশের ৩৫ টি জেলা। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৩০ টি, ২০২১ সালে তা আরও কমে ২৫টিতে এসে দাঁড়ায়। এবার সেটাই গত কয়েক বছরে তা আরও কমে ১২টিতে এসে দাঁড়িয়েছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, লাগাতার নিরাপত্তাবাহিনীর অভিযানের জেরে সংখ্যাটা বর্তমানে ৬ তে এসে ঠেকেছে।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ার ঘোষণা সংকল্প নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩ সালে ছত্তিশগড়ে বিজেপির সরকার ক্ষমতায় আসতেই সেই লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রক। লাগাতার চলছে অভিযান। গত শুক্রবার রাত থেকে চলা অভিযানে ১১ জন মহিলা কমান্ডার-সহ মোট ১৭ জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার খতম হন রেনুকা নামে এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। এদিকে রিপোর্ট বলছে, চলতি বছরে শুধু বস্তার রেঞ্জে এখনও পর্যন্ত ১১৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশে মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ছিল ১২ থেকে কমে ছয়ে দাঁড়িয়েছে, ঘোষণা অমিত শাহের।
  • মোদি সরকার কড়া হাতে মাওবাদ দমন এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলছে।
  • ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে মাওবাদকে শিকড়-সহ উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ দেশ।'
Advertisement