shono
Advertisement

গ্রহণযোগ্যতা বাড়ছে, রাহুলই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, মন্তব্য পওয়ারের

উত্তরপ্রদেশে আবার ক্ষমতায় ফিরবে কংগ্রেস, বললেন পওয়ার।
Posted: 05:51 PM Oct 05, 2023Updated: 05:55 PM Oct 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। এই ভাষাতেই কংগ্রেস নেতাকে ঢালাও সার্টিফিকেট দিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নের উত্তরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এনসিপি প্রধান। টেনে আনলেন ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গও।

Advertisement

আবগারি দুর্নীতির মামলায় বুধবার গ্রেপ্তার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। বুধবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে বর্ষীয়ান নেতা বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারি বিরোধী INDIA জোটকে আরও শক্তিশালী করবে।” আপ নেতার গ্রেপ্তারিতে গেরুয়া শিবিরের নিন্দা করেন পওয়ার। এর পরই ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রসঙ্গে পওয়ারের মন্তব্য, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।”

[আরও পড়ুন: দিল্লি দাঙ্গার নেপথ্যে ইসলামিক স্টেট! পুলিশের তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য]

৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।” 

[আরও পড়ুন: মৃত অন্তত ১৪, বিপর্যস্ত সিকিমে নিখোঁজ শতাধিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement